E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০১৭ নভেম্বর ০৪ ১৯:২৯:৫১
সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস পাল্লা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পরে উল্টে গেলে  এতে একজন নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় আহত হয়েছে ওই বাসের অন্তত ২০ জন যাত্রী। নিহত একজনেরই পরিচয় পাওয়া গেছে। ওনি হলেন ওই বাসের যাত্রী ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের রুমা বেগম (৩৫)।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সেবা পরিবহনের একটি যাত্রীবাহি বাস (মৌলভী বাজার জ- ১১-০১৩৬) ৩০/৩৫ জন যাত্রী নিয়ে দোহারের দিকে যাচ্ছিল। সকাল নয়টার দিকে যাত্রাবাড়ি থেকে মহাসড়ক পার হয়ে সেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দোহার যাচ্ছিল। পথে সাড়ে নয়টার দিকে ঢাকা-মাওয়া সড়কের নিমতলা এলাকায় নিমতলা ফিলিংস্টেশন অতিক্রম করার সময় দ্রুতগতির বাসটি সমান গতিতে চলা নগড় পরিবহনের সাথে গতি পাল্লা চালালে সেবা পরিবহনের বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের নিচে উল্টে পরে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। এর পর মুমূর্ষু অবস্থায় অপর যাত্রীদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হয়।

এ ঘটনায় ওই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মিটফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় একজনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে ঢাকা-মাওয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ গোলাম মোর্শেদ তালুকদার বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহত লোকজনকে হাসপাতালে নিয়ে যায়।

আরো অজ্ঞাতনামা ২০ জনকে আহত অবস্থায় মিটফোর্ট, ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।এরপর দুর্ঘটনাকবলিত বাসটি নজরে রাখা হয়। এই দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৫ কি.মি. এলাকা জুড়ে আধ ঘণ্টাব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

(এসডিআর/এসপি/নভেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test