E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুখপাত্রের পদ থেকে ইমরানকে অব্যাহতি

২০১৪ এপ্রিল ১২ ১৪:৪৭:২২
মুখপাত্রের পদ থেকে ইমরানকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার : গণজাগরণ মঞ্চের মুখপাত্রের পদ থেকে ইমরান এইচ সরকারকে ‘অব্যাহতি’ দেওয়ার দাবি করেছে ইমরান বিরোধী গ্রুপ।

গ্রুপটি সংবাদ সম্মেলন থেকে শনিবার দুপুর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেয়। ওই পক্ষটি নিজেদের ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠক’ বলে দাবি করেছে। এক সংবাদ সম্মেলনে মঞ্চের সংগঠক কামাল পাশা লিখিত বক্তব্যে একথা জানান।

কামাল পাশা চৌধুরী নিজেকে গণজাগরণ মঞ্চের একজন সংগঠক দাবি করেছেন। তবে তিনি আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত।

সাংবাদ সম্মেলনে বলা হয় ডা. ইমরানের বিতর্কিত ভূমিকার কারণে অচিরেই মঞ্চের পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট মুখপাত্র প্যনেল ঘোষণা করা হবে। একটি অন্তবর্তী টিম মঞ্চের গঠনতন্ত্র প্রণয়ন করবে যা পরে কর্মী সম্মেলনের মাধ্যমে চুড়ান্ত করা হবে। অবিলম্বে সারা দেশের কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করে একটি জাতীয় সম্মেলন করা হবে। শুরু থেকে যেসব সংগঠন গণজাগরণ মঞ্চে অংশ নিয়েছে তাদের তালিকা প্রণয়ন করা হবে। ছয় দফার ভিত্তিতেই পরিচালিত হবে মঞ্চের কার্যক্রম।

সংবাদ সম্মেলনে কোন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকে দেখা যায়নি। কামাল পাশা আগামী ১৭ মার্চ মঞ্চের পক্ষ থেকে মুজিবনগর দিবস পালন করা হবে বলেও ঘোষণা দেন।

(ওএস/এটি/এপ্রিল ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test