E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় স্পেন জাতীয় পার্টির আহ্বায়ক স্বপনের মত বিনিময়

২০১৭ নভেম্বর ০৬ ১৬:৫৩:২৮
কেন্দুয়ায় স্পেন জাতীয় পার্টির আহ্বায়ক স্বপনের মত বিনিময়

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় স্পেন জাতীয় পার্টির আহবায়ক শেখ মাহফুজুল হক স্বপন সোমবার দুপুরে  উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন।

মত বিনিময় কালে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে নেতাকর্মীদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদ একজন দেশপ্রেমিক নেতা। তিনি ভালবাসেন দেশকে, ভালবাসেন দেশের মানুষকে। বর্তমানে যে বয়সে তিনি জীবনের ঝুকি নিয়ে রাজনীতি করছেন এ বয়সে তিনি রাজনীতি না করে দেশে কিংবা দেশের বাইরে গিয়ে অনেক আরাম আয়েশে জীবন যাপন করতে পারতেন, কিন্তু তিনি তা না করে দেশের মানুষের কল্যাণে অবিরাম কাজ করে যাচ্ছেন।

স্বপন আরও বলেন, এরশাদ যখন মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, তখন এদেশের সব জেলা, উপজেলায় অফিস আদালত, স্কুল, কলেজ, রাস্তাঘাট ও ব্রীজ কালভার্টের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন এখনও হচ্ছে, তবে উন্নয়নের ধারার সূচনা থেকে এরশাদের নাম কিছুতেই মুছে ফেলা যাবে না। শেখ মাহফুজুল হক স্বপন বলেন, ১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির পতাকা তলে ঢাকায় দলের সক্রিয় রাজনীতিতে ছিলাম । এখনও দেশের বাইরে স্পেনে গিয়ে রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত আছি।

তিনি বলেন, আমার জন্ম কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী রোয়াইল বাড়ী ইউনিয়নের কলসাটি গ্রামে। তাই নারীর টানেই আমি এরশাদের একজন কর্মী হিসাবে আপনাদের কাছে ছুটে এসেছি সৌজন্য সাক্ষাতে মিলিত হতে, আপনারা কেমন আছেন, কেমন করে চলছে পার্টির কার্যক্রম, তা জানার জন্য দেখার জন্য, বুঝার জন্য এবং আপনাদের সুখ-দুঃখের বিষয়গুলোর শরিক হবার জন্য।

এক প্রশ্নের জবাবে শেখ মাহফুজুল হক স্বপন বলেন, আমি এখন দেশের বাইরে থাকি, আমার উপজেলা দলের নেতাকর্মীরা যদি আমাকে কাছে টানেন, যদি রাজনীতি করার সুযোগ দেন, ভবিষ্যতের রাজনীতি ক্ষেত্র তৈরি করে দেন, তাহলে আমি মানুষের পাশে এসে সেবা করার সুযোগ পেতে পারি। তিনি এরশাদ আমলের উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়গুলো সংবাদ পত্রের পাতায় তুলে ধরার জন্যও সকল সাংবাদিক সমাজের প্রতি অনুরোধ জানান।

মত বিনিময়কালে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি শিক্ষক নেতা আব্দুল আউয়াল মন্ডল, সিনিয়র সহসভাপতি নূর আহম্মদ ভূঞা, সাধারণ সম্পাদক শিক্ষক নেতা আনোয়ার হোসাইন, প্রবীন জাপা নেতা আব্দুল মোতালিব তালুকদার, সমাজকল্যান সম্পাদক আবু জাহের, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল হেকিম ভূঞা, রোয়াইলবাড়ী জাতীয় পার্টির সভাপতি রায়হান নিয়োগী, অতিথি সামছুল ইসলাম, উপজেলা যুব সংহতির আহবায়ক আশরাফুজ্জামান শাহজাহান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম সোহাগ, চিরাং ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি সোহেল ও রোয়াইলবাড়ি জাপা নেতা অব:সৈনিক জসীম উদ্দিন প্রমুখ।


(এসবি/এসপি/নভেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test