E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ১৫

২০১৪ এপ্রিল ১২ ১৪:৪৬:৩২
টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ১৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাত্রাকালে ১৫ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২) সদস্যরা।

শনিবার ভোর ৪ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে উদ্ধার হওয়ায় মালয়েশিয়াগামিদের দেয়া তথ্যের উপর ২ দালালকে পলাতক আসামী করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
উদ্ধার হওয়ায় মালয়েশিয়াগামিরা হল, যশোর জেলার চৌগাছা উপজেলার সিংহালীর জগন্নাথপুর এলাকার মৃত আনসার আলীর পুত্র নায়েব আলী (২৮), একই এলাকার মো. গফুর আলীর পুত্র মো. ইসমাইল (২২), একই উপজেলার হুদাহাজীপুর এলাকার আবদুর রহমানের পুত্র মো. নাছির উদ্দিন (২০), একই এলাকার আয়নাল মন্ডলের পুত্র মো. কামাল হোসেন (২৫), সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দলদিয়া এলাকার আবদুল হাই এর পুত্র রফিকুল ইসলাম (২২), একই উপজেলার বডরা এলাকার মৃত হোসেন আলীর পুত্র রবিউল আয়াল খন্দকার (১৭), চন্দনগাছী এলাকার আফছার আলীর পুত্র মো. বিরু (২৬), আবুল হোসেনের পুত্র মো. জাহিদুল ইসলাম (১৮), মেগুংলা এলাকার ছাত্তার মোল্লার পুত্র আবদুর রহমান (২০), সিদ্দি চন্দ্র সরকারের পুত্র মুনু রঞ্জন সরকার (১৯), নরসিংদী জেলা সদরের রসুলপুর এলাকার বদল মিয়ার পুত্র রুবেল মিয়া (২০), একই এলাকার খলিল মিয়ার পুত্র সেলিম মিয়া (২৫), বলবপুর এলাকার মৃত হাসান আলীর পুত্র জালাল মিয়া (২৬), রায়পুর উপজেলার উত্তর বাকর নগর এলাকার আবদুল হাই এর পুত্র ছাদেক মিয়া (২৫), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মজিদপুর এলাকার ইউসুফ আলীর পুত্র ইউনুস আলী (২৫)।
বিজিবি’র টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, সাবরাং বিওপির নায়েব সুবেদার বজলুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল কাটাবুনিয়া এলাকা থেকে এ ১৫ জন উদ্ধার করা হয়। এতে দেয়া তথ্য মতে এব্যাপারে ২ দালালকে পলাতক আসামী করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে এবং তাদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
মামলায় পলাতক আসামীরা হল, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার মৃত আমীর হামজার পুত্র আবদুর রহমান (৫০), আবদুর রহমানের পুত্র আবুল কামাল (৩০)।
(টিটি/এএস/এপ্রিল ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test