E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজদিখানে জোরপূর্বক অসহায় পরিবারের জায়গা দখল

২০১৭ নভেম্বর ০৯ ১৭:২০:১৯
সিরাজদিখানে জোরপূর্বক অসহায় পরিবারের জায়গা দখল

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখানে এক মাস ধরে একটি অসহায় পরিবারের জায়গা জোরপূর্বক  বাঁশের বেরা দিয়ে দখল করছে প্রভাবশালীরা।

আজ বৃহস্পতিবার ন্যায় বিচারের দাবিতে সিরাজদিখান থানা ও সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকদের নিকট লিখিত অভিযোগ মালখানগর গ্রামের অসহায় পরিবারের সদস্য আইয়ুব আলীর স্ত্রী আনারকলি বেগম।

অভিযোগ পত্রে আনারকলি বেগম বলেন, আর এস ১০৫ খতিয়ানে সিএস ও এস এ দাগ নং ৩১৬,৩১৮,৩১৫,৩১৭,৩১৪ এবং আর এস দাগ নং ৪০৬,৪০৮,৪০৫,৪০৭,৪০৪ এর ১০২ শতাংশ জায়গার ভিটি বাড়ি খাল জায়গা ক্রয় সূত্রে মালিক হন তারা।

এর মধ্যে ৫২ শতাংশের প্রকৃত মালিক যার দলিল রয়েছে তাদের কাছে। মালখানগর ইউনিয়নের মালখানগর গ্রামে মৃত. সমশের আলীর ছেলে নূরুর ইসলাম,আব্দুল রশিদ,মোহাম্মদ আলী, রাশেদা,জাহানারা, নাছিমা,মমতাজ ও রশিদ গংরা দীর্ঘ একমাস ধরে জোরপূর্বক ওই জায়গা বাশের বেরা দিয়ে দখল করেছেন।

এ নিয়ে এলাকায় বহু বার শালিস-দরবার হওয়ার পরেও জায়গা ছেড়ে না দিয়ে বিভিন্ন ভাবে প্রান নাসের হুমকি-ধমকি দিচ্ছে দখল কারিরা। আইয়ুব আলী,দেলোয়ার হোসেন, আমির হোসেনরা দীর্ঘদিন যাবত ন্যায় বিচারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে কোন প্রতিকার পাচ্ছেন না। তারা প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত মৃত. সমশের আলীর ছেলে নূরুর ইসলাম,আব্দুল রশিদ বলেন, আমাদের জায়গায় আমরা বাঁশের বেরা দিয়েছি। বহুবার স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে জায়গা মাপা হয়েছে। আপনার দেখতে চাইলে মাপঝোপের স্কেটস ম্যাপ দেখাতে পারি। আইয়ুব আলীর স্ত্রী আনারকলি বেগম,আমির হোসেন আমাদের জায়গায় ঘড় উঠিয়ে রেখেছে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মোঃ আবুল কালাম জানান, ক্ষতি গ্রস্থ পরিবার থানায় অভিযোগ করেছে করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এসডিআর/এসপি/নভেম্বর ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test