E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় কলেজের নৈশপ্রহরী অপহরণ হয়নি হত্যা মামলার আসামি সে!

২০১৭ নভেম্বর ১১ ১৮:১০:২৮
পাথরঘাটায় কলেজের নৈশপ্রহরী অপহরণ হয়নি হত্যা মামলার আসামি সে!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : পাথরঘাটায় কলেজ নৈশ প্রহরী জাহাঙ্গীর অপহরন নাটকের জট খুলেছে। অপহরণ নয় একটি হত্যা মামলার আসামী হিসাবে তাকে ডিবি পুলিশ ওই রাতে কলেজ থেকে গ্রেফতার করেছিলেন বলে জানাগেছে। জাহাঙ্গীর ওইদিন দায়িত্বরত অবস্থায়  র‌্যাব  পরিচয়ে  অপহরণের শিকার হন বলে  তার সহকর্মী নৈশপ্রহরী জয়নাল জানিয়েছিলেন।

ঘটনার একদিন পর আজ ১১ অক্টোবর শনিবার ১০টার দিকে বরগুনা ডিবিপুলিশ এবং পাথরঘাটা থানাপুলিশ জাহাঙ্গীরকে পাথরঘাটা সিনিয়র হাকিম আদালতে হাজির করেন বলে জানাগেছে। ওই কোর্টে ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারায় তার জবানবন্দী রেকর্ড করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জিয়াউল হক মুঠোফোনে জানান,জাহাঙ্গীর অপহরন হয়নি। তাকে ডিবিপুলিশের সহায়তায় আমরা-ই হত্যা মামলার আসামী হিসাবে গ্রেফতার করি।

জিয়উল হক বলেন, সম্প্রতি পাথরঘাটা কলেজ ক্যাম্পাস সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক তরুনীর মৃতদেহ উদ্ধার করা হয়। ওই তরুনী হত্যা মামলার আসামী সে।

এদিকে জাহাঙ্গীরের বড়ভাই আলমগীর জানান, সকাল পৌনে ৯টার দিকে তার ভাইকে আদালতে হাজির করার খবর শুনে তিনি সেখানে ছুটে যান বলে জানান। তবে আদালতে জাহাঙ্গীরের সাথে কাউকে দেখা করতে দেয়া হয়নি শুধু দূর থেকে হাত নেরে এক ধরনের ইশারাতেই তার সাথে কথা বা মনের আদান প্রদান হয় বলে সে জানায়।

উল্লেখ্য, গত দু’বছরে পাথরঘাটার বিভিন্ন স্থান থেকে ১০/১২টি অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার হলেও কোনোটির-ই পরিচয় মেলেনি।

(এটি/এসপি/নভেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test