E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগরে ২৩ জেলে অপহরণ

২০১৭ নভেম্বর ১২ ১৭:২৬:৩১
বঙ্গোপসাগরে ২৩ জেলে অপহরণ

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগর থেকে মুক্তিপনের দাবীতে ২৩ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। 

অপহৃত জেলেদের ১৭ জন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার চাকলা ও ৬ জন বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা বলে দুবলা ফিশারমেন গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।

সুন্দরবনের দুবলা ফিশারমেন গ্রুপ রবিবার বিকালে গনমাধ্যমকর্মীদের জানান, সুন্দরবনের দুবলাচরের আলোরকোলের শুটকী পল্লীতে অবস্থান করা জেলেরা শুক্রবার দিবাগত গভীর রাতে বঙ্গোপসাগরের ৬ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলে মাছ ধরছিলেন।

এসময়ে বনদস্যু বাহিনী বড় ভাই ও রফিক বাহিনীর সদস্যরা সেখানে হামলা চালিয়ে ২৩ জেলেকে মুক্তিপনের দাবীতে অপহরন করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে যায়। বনদস্যুরা এখন দু’টি মোবাইল ফোনের নম্বর থেকে দুবলা ফিশারমেন গ্রুপের নেতাদের কাছে আপহৃত জেলেদের জনপ্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা করে মুক্তিপণ চাচ্ছে।

দুটি বনদস্যু বাহিনীর হাতে ২৩ জেলে আপহরনের বিষয়টি আইন-শৃংখলা বাহিনীদের কাছে জানান হয়েছে বলে সুন্দরবনের দুবলা ফিশারমেন গ্রুপ জানিয়েছে।

(এসএকে/এসপি/নভেম্বর ১২, ২০১৭)


পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test