E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

২০১৭ নভেম্বর ১৩ ১৭:১৯:৩৭
রায়পুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন দেওয়ার দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি করেন। সোমবার পৌর কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টানা সাত ঘণ্টা কর্মবিরতি করেন।

পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে পৌরসভা চত্বরের সামনের এ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। একারণে কর্যালয়ে সেবা নিতে আসা পৌরবাসী চরম ভোগান্তিতে পড়েন। এছাড়াও গত সোমবার প্রায় চার ঘণ্টা কর্মবিরতি করেন তাঁরা।

এ সময় বক্তব্য দেন পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোছলেহ উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাছেল, সচিব আব্দুল কাদের, সহকারী প্রকৌশলী জুলফিকার আলী প্রমুখ।

পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোছলেহ উদ্দিন মানিক বলেন, পৌর সভার আয় থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হয়। এতে পৌরসভার কর্মচারীদের চার মাস বেতন বকেয়া পড়ে আছে। বছরের পর বছর ঘুরেও অনেকে পেনশন পান না।

(এমআরএস/এসপি/নভেম্বর ১৩, ২০১৭)




পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test