E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিরোজপুরে গণিত উৎসব অনুষ্ঠিত

২০১৪ এপ্রিল ১২ ১৫:২২:০১
পিরোজপুরে গণিত উৎসব অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় জেলায় প্রথমবারের মত গণিত উৎসব ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি আয়োজনে শুক্রবার সকাল ১১ টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয় ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ে জেলার ৭টি উপজেলার ৩৪১টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার একশ নব্বই জন শিক্ষার্থী এ গণিত উৎসব পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ আয়োজনের অংশ হিসেবে বিকেলে স্থানীয় টাউন ক্লাব মাঠে অংশগ্রহণকারিদের জন্য চলচ্চিত্র প্রদর্শনী ও প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম আক্তারুজ্জান, পৌর মেয়র হাবিবুর রহমার মালেক, এমএ মান্নান ও আয়োজক সংস্থা শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক গোলাম মাওলা নকিব। প্রতিযোগিতায় মোট ৮টি বিভাগে (তৃতীয় শ্রেনী থেকে অষ্টম শ্রেণী) মোট ৮০ জন বিজয়ী শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শণকরা হয়।
(এসএ/এএস/এপ্রিল ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test