E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ত্রিশালে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর

শিক্ষার্থীদের ত্রিশাল-বালিপাড়া সড়ক অবরোধ

২০১৭ নভেম্বর ১৫ ১৮:৪১:০৫
শিক্ষার্থীদের ত্রিশাল-বালিপাড়া সড়ক অবরোধ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : মনসিংহের ত্রিশালে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পরীক্ষার হল থেকে বাড়ী ফেরার পথে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল মুনসুর আহত হওয়ার ঘটনায় বুধবার ত্রিশাল-বালিপাড়া সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও স্থানীয় এলাকাবাসী।

এ ঘটনায় ত্রিশাল-বালিপাড়া সড়কে প্রায় ২ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, ভাইস চেয়ারম্যান ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার জে.এস.সি পরীক্ষা শুরুর পূর্বে বালিপাড়া ইউনিয়নের বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা হলে প্রবেশ করার সময় কয়েকজন ইভটিজার ওই বিদ্যালয়ের ছাত্রীদের উত্তক্ত করে।

বিষয়টি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল মুনসুরের নজরে আসলে তিনি ইভটিজারদের ধমকের সাথে বিরক্ত করতে মানা করেন। পরে পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে ত্রিশাল-বালিপাড়া সড়কে বীররামপুর কুলষ্টোরের কাছে তাদের বহণকারী গাড়িটি পৌছলে গতিরোধ করে আবুল মুনসুরকে মারধর করে ইভটিজাররা। পরে শিক্ষার্থী ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ত্রিশাল হাসপাতালে ভর্তি করে।

গতকাল সন্ধায় ত্রিশাল থানা স্বাস্থ কমপ্লেক্সে গিয়ে খোঁজ খবর নেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন। এসময় তিনি আহত শিক্ষকের চিকিৎসার সকল দায়দায়িত্ব নেন।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিয়ারা পাটুলী রহমত উলøাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাছের গুড়ি ও বাশ দিয়ে প্রায় ৩ ঘন্টা ত্রিশাল-বালিপাড়া সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা বেশ কয়েকটি পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। দফায় দফায় বিক্ষোভ মিছিল করে তারা প্রতিবাদ জানায়।

পরে দুপুর ১টার দিকে ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার আবুজাফর রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল ও ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীদের শান্ত করেন। তারা দ্রুত সময়ের মধ্যে ইভটিজারদের গ্রেফতার, বালিপাড়ায় পরীক্ষা কেন্দ্র চালুর ব্যবস্থা করে দেয়ার ঘোষণা দিলে আন্দোলনকারীরা তাদের অবরোধ তুলে নেয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন বলেন দোষীদের গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দিয়েছি।

(এমএন/এসপি/নভেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test