E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রাজনৈতিক আবহাওয়া মুক্ত থাকা দরকার’

২০১৭ নভেম্বর ১৭ ১৬:০৯:০৫
‘রাজনৈতিক আবহাওয়া মুক্ত থাকা দরকার’

টাঙ্গাইল প্রতিনিধি : কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, মওলানা ভাসানীর মত মানুষকে আমাদের দেশে আজ যে সম্মান পাওয়ার কথা ছিল তার কিছুই তিনি পাননা। কারণ আমাদের মাঝে মনুষ্যর্তের যে ছিটা ফোটা ছিল তা আজ আমরা আস্তে আস্তে ধ্বংস করে ফেলছি।

তিনি শুক্রবার দুপুরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম ওফাঁত বার্ষিকী উপলক্ষে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী আরো বলেন, প্রায় দুই বছর পরে বিএনপি ঢাকা শহরে একটি ভাল সমাবেশ করেছে। এ সমাবেশে সরকার বাঁধা না দিলেও পারতো। এটা রাজনৈতিক শিষ্টাচার।

তিনি বলেন, রাজনৈতিক আবহাওয়া মুক্ত থাকা দরকার। রাজনৈতিক আবহাওয়াকে যখনই চারদিক থেকে লোহার খাচায় বন্দি করা হবে তখন সেখানে অশুভ শক্তির তৎপরতার সম্ভাবনা বেশী থাকে।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসমত আলী।

(এনইউ/এসপি/নভেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test