E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় ১৪ সরকারি কর্মকর্তার বিদায় সংবর্ধনা

২০১৭ নভেম্বর ১৭ ১৬:৫৭:২৬
কেন্দুয়ায় ১৪ সরকারি কর্মকর্তার বিদায় সংবর্ধনা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : গত এক বছরে কেন্দুয়া উপজেলা থেকে বিভিন্ন স্থানে বদলী হয়ে যাওয়া ১৪ জন সরকারি কর্মকর্তাকে একসঙ্গে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।  কেন্দুয়া অফিসার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে বিদায় সংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ভূঞা।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী জাহানারা রোজি, সহকারী কমিশনার (ভূমি), মোছা: শিরিন সুলতানা, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সেকুল ইসলাম খান ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো: মহিউদ্দিন সরকার। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাগণ কেন্দুয়ায় তাদের কর্মজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

তারা তাদের বক্তব্যে বলেন, কেন্দুয়ায় এসে টিম ওয়ার্কের মাধ্যমে সুন্দর পরিবেশে কাজ করেছি, কোন দিনই এ স্মৃতি ভুলার নয়। আমরা প্রতেক্যেই যে যে অবস্থানে থাকি সেখান থেকেই কেন্দুয়ার উন্নয়ন, অগ্রগতি কামনা করি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ বলেন, আমরা প্রতেক্যেই প্রজাতন্ত্রের কর্মচারী, জনগনের টাকায় আমরা বেতন পাই। আমরা যে যেখানেই থাকিনা কেন জনগনের কল্যানে সঠিক দায়িত্বটুকু যাতে পালন করতে পারি, আজকের বিদায় সংর্বধনা অনুষ্ঠানে এই হোক আমাদের অঙ্গীকার। পরে বিদায়ী অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে বদলী হওয়া কর্মকর্তাদের একত্রিত করে ১৪ কর্মকর্তার এক সঙ্গে বিদায় সংবর্ধনা কেন্দুয়ায় এটি প্রথম। বিদায়ী কর্মকর্তাদের মধ্যে রয়েছে, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোস্তফা কামাল চৌধুরী, সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন-অর-রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল সাইফুদ্দিন, নির্বাচন কর্মকর্তা আনোয়ারুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হোসাইন, অগ্রনী ব্যাংক ব্যবস্থাপক মাহবুব উদ্দিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: খলিলুর রহমান, কৃষি ব্যাংক ব্যবস্থাপক কমলেশ চন্দ্র দেবনাথ, সহকারী পরিবার পরিকল্পন কর্মকর্তা আশিফ আহমেদ রাজিব, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) কমলিকা দেব ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল।


(এসবি/এসপি/নভেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test