E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল বাঙালি জাতির জন্য বিশাল প্রেরণা’

২০১৭ নভেম্বর ১৮ ১৫:২০:০০
‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল বাঙালি জাতির জন্য বিশাল প্রেরণা’

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি ও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে রাজপথের সাহসী কন্ঠ, ভাটি বাংলার অগ্নি কন্যা হিসাবে খ্যাত অধ্যাপক অপু উকিল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বাঙ্গালি জাতির জন্য বিশাল প্রেরণা। মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাক হানাদার বাহিনীকে মোকাবেলা করার কঠিন সংগ্রামে অংশ নিতে বঙ্গবন্ধুর এ ভাষণটি ছিল সে সময়ের সঠিক দিক নির্দেশনা।

অধ্যাপক অপু উকিল বলেন, ঐতিহাসিক রেসর্কোস ময়দানে লাখো লাখো জনতার উপস্থিতিতে বঙ্গবন্ধু এই ভাষণই ছিল মহান মুক্তিযুদ্ধের সূচনা, স্বাধীনতার সূচনা। এই ভাষনে উজ্জীবিত হয়েই স্বাধীনতার জন্য মুক্তিপাগল সংগ্রামী জনতা মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। কিন্তু স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫ সালের ১৫ আগষ্টের পর বঙ্গবন্ধুর এই ভাষণটির রেকর্ড বিনষ্ট করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে। নতুন প্রজন্মের কাছে এই ভাষণটি প্রচার করা থেকে রাষ্ট্রীয় ভাবে বিরত রেখেছে।

অপু বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষন কোন দলের নয়, কোন একক ব্যক্তির উদ্দেশ্যেও নয়, সারা বাঙালি জাতির উদ্দেশ্যেই বঙ্গবন্ধু অলিখিত এই ভাষন দিয়েছিলেন দেশের মানুষের মুক্তির জন্য। এই ভাষণ দেয়ার সময় আকাশ পথে পাকিস্থানের সামরিক জান্তারা বঙ্গবন্ধুর ওপর আক্রমনের চেষ্টাও করেছে।

তন আরও বলেন, চর্তুদিক থেকে অস্ত্রধারী পুলিশ ও পাক সেনারা ঘিরে রেখেছিল। বঙ্গবন্ধু জানতেন এই ভাষণ দেয়ার সময় তার উপর আক্রমন হতে পারে, এমনকি মেরে ফেলাও হতে পারে। কিন্তু এর পরও তিনি বাঙালি জাতির মুক্তির জন্য দিক নির্দেশনা মূলক এই ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটিকে এখনও যারা সার্বজনীন ভাষণ হিসাবে মেনে নিতে পারেন না, তারা আজও বাঙালি জাতি তথা বাংলাদেশের শত্রু। তারা আজও চান না একটি স্বাধীন বাংলাদেশ। আমি বলতে চাই তারা স্বাধীনতার শত্রু, মানবতার শত্রু এবং স্বাধীন বাংলাদেশের চির শত্রু।

আজ শনিবার এক প্রতিক্রীয়া ব্যক্ত করে অধ্যাপক অপু উকিল বলেন, সোহরাওর্য়াদী উদ্যানে নাগরিক কমিটির আয়োজনে জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং জানাই লাখো কোটি অভিনন্দন। সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণটি বিশ্বের ঐতিহাসিক প্রামান্য দলিল হিসাবে ইউনেস্কো স্বীকৃতি দিয়ে বাঙালি জাতিকে আরও উচ্চ আসনে স্থান করে দেয়ায় এবং জাতির পিতাকে বিশ্ব পিতার আসনে মর্যাদা দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সেই সঙ্গে অধ্যাপক অপু উকিল রাষ্ট্রীয় ভাবে এই ভাষনটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায়, হাটে, ঘাটে, মাঠে ব্যাপক ভাবে প্রচার করার দাবী জানান।

(এসবি/এসপি/নভেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test