E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হালুয়াঘাটে মাদকের আগ্রাসন, এএসপির হস্তক্ষেপ প্রয়োজন

২০১৭ নভেম্বর ১৮ ১৬:৪৪:১৩
হালুয়াঘাটে মাদকের আগ্রাসন, এএসপির হস্তক্ষেপ প্রয়োজন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ জেলার সবুজ শ্যামল ছায়া ঘেরা সিমান্ত পাদদেশ হালুয়াঘাট, উপজেলাটি ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেই মদ, গাজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন প্রকারের নেশাজাতীয় দ্রব্য অনায়াসেই পাওয়া যাচ্ছে। মাদকের আগ্রাসনে উপজেলাবাসী ভীত, আতঙ্কিত ও উৎকন্ঠিত হয়ে পড়েছে। সীমান্ত এলাকায় কিছু চি‎িহ্নত স্পট দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এ সমস্ত নেশা জাতীয় মাদক দ্রব্য অত্র উপজেলায় প্রবেশ করে। তেলিখালী, ধনভাঙ্গা, মহিষলেঠি, কোচপাড়া, বানাইচিড়িংগীপাড়া,কড়াইতলী, গোবরাকুড়া, আইলাতলী, সূর্যপুর, শিমুলকুচী, ডাকিয়াপাড়া ও বান্দরকাটা তন্মধ্য অন্যতম স্পট।

একজন মাদক ব্যবসায়ী একজন অস্ত্রধারীর চেয়েও জঘন্যতম খারাপ। একজন অস্ত্রধারী দুই-চারজন কে খুন খারপী করতে পারে, কিন্তু একজন মাদক ব্যবসায়ী গোটা জাতিকে ধ্বংস করে দিতে পারে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে বাচিয়ে রাখার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জোরালো দাবী জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় এলাকাবাসী জানান, এ সমস্ত নেশা জাতীয় মাদক দ্রব্য সহজলভ্য হওয়াই মধ্য বয়স্ক থেকে শুরু করে স্কুল/ কলেজ, ছাত্র/ছাত্রী, কিশোর-তরুণেরা এ মরণ নেশায় আসক্ত হয়ে পড়েছে। প্রশাসনের সুনির্দিষ্ট তৎপরতা না থাকায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে প্রতিনিয়তই জমজমাট মাদকের ব্যবসা বেড়েই চলছে। যার ফলে মাদকসেবীর সংখ্যা প্রতিনিয়তই অত্র উপজেলায় বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে ধর্ষণ জনিত অপরাধ প্রতিদিন প্রায় ২০-২৫টি রেজিঃবিহীন মটর সাইকেল নিয়ে কিছু চি‎হ্নত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সিমান্ত রাস্তা ধাবিয়ে বেড়াচ্ছে এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগ করে নির্ধারিত স্থানে এ সমস্ত মাদক দ্রব্য পৌছে দিচ্ছেন।

স্থানীয়রা আরো জানায়, ২-৪ জন মাদক ব্যবসায়ীকে থানা পুলিশ ধরলেও অধিকাংশই থেকে যাচ্ছে লোক চক্ষুর অন্তরালে। স্থানীয়রা হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর পিপিএম এর হস্তক্ষেপ প্রয়োজন কামনা করেন। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানা পুলিশের জুড়ালো অভিযানের আহব্বান জানান।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা বলেন, দূর্ঘম পাহাড়ী এলাকা ও বেকুয়াট প্লেজ হওয়ার কারণে এ সমস্ত মাদক ব্যবসায়দেরীকে আটক করতে পুলিশের অনেক কষ্ট সাধ্য হয়ে পড়ে। তারপরও থানা পুলিশ বেশ কিছু চি‎িহ্নত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদেরকে আটক করতে সক্ষম হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

(জেসিজি/এসপি/নভেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test