E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

২০১৭ নভেম্বর ১৮ ১৭:৪৪:১১
গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পানাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আসিক মিয়া (১১) এর প্রাথমিক সমাপনী পরীক্ষা আর দেয়া হলনা। এর আগেই প্রতিবেশী মামা স্বপন মিয়ার পানির পাম্পে বিদ্যুতায়িত হয়ে শুক্রবার (১৭নভেম্বর) সন্ধ্যায় মর্মান্তিক মৃত্যু হয়েছে আসিকের।

আজ (শনিবার, ১৮নভেম্বর) থেকে শুরু হওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করতো আসিক। এ ঘটনায় গ্রামে তোলপাড় শুরু হলে স্থানীয় মাতব্বর ও জনপ্রতিনিরা গোপন সালিশে মোটা অংকের টাকায় ঘটনা মীমাংসা করে ফেলে। শনিবার আসিকের জানাযা শেষে নিজ গ্রামে তাকে দাফন করা হয়েছে।

জানা যায়, উপজেলার ডৌহাখলা ইউনিয়নের পানাটি গ্রামের কাঠমিস্ত্রী মজিবুর রহমান ও গৃহিণী আছমা খাতুনের পুত্র সন্তান আসিক। এক ভাই ও এক বোনের মধ্যে সে বড়। শুক্রবার বিকালে প্রতিবেশী স্বপন মিয়া আসিকের বাড়ির সামনে একটি পুকুর সেচের জন্য বৈদ্যুতিক তার দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে পাম্প স্থাপন করে। এ সময় স্বপনের কথায় আসিক পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে।

শনিবার সকালে আসিকের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। আসিকের মা ছেলের শোকে পাগল প্রায়। ছেলের পরীক্ষার প্রবেশপত্র নিয়ে কান্নাজড়িত কন্ঠে বার বার বলছেন আমার ছেলের তো আর পরীক্ষা দেওয়া অইলো না। আমার কইলজার টুকারারে কারেন্টে মাইর‌্যা ফেলছে। তোমরা আমার পুতেরে আইন্যা দেও।

আসিকের চাচা সিদ্দিকুর রহমান বলেন, বৈদ্যুতিক তারের অংশ আসিকের হাতে দিয়ে স্বপন নিজের বাড়ি থেকে পাম্পের সুইচ চাপতেই আসিক বিদ্যুতায়িত হয়ে পুকুরপাড়েই মৃত্যুবরণ করে। এরপর স্বপন আসিকের মৃতদেহ নিজেই বাড়িতে এসে দিয়ে যায়।

স্বপন মিয়া বলেন, পুকুরে পানি সেচের পর বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে আসিকের মৃত্যু হয়েছে। ভাগিনা আসিকের লাশ আমি নিজেই বাড়িতে পৌছে দেই। চেয়ারম্যান যেভাবে বলেছে বিষয়টি সেভাবেই মিটমাট হয়েছে।

ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক সরকার বলেন, আমি কোনো কিছু মিটমাট করিনি। আসিকের মৃত্যুর খবর শোনে আমরা পরিবারকে থানায় অভিযোগ দিতে বলেছিলাম। কিন্তু দুই পরিবার নিজেদের মধ্যে বিষয়টি মিটমাট করে ফেলেছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রইছ উদ্দিন বলেন, বিদ্যুতের মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার করা অমানবিক। আসিকের মৃত্যুকে দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই ঘটনাও একটি হত্যাকান্ড। পাম্পের মালিক স্বপন এটার দায় এড়াতে পারেন না।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহমদ বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এসআইএম/এসপি/নভেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test