E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় ৫ম শ্রেণির পরীক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন নেজামুল  

২০১৭ নভেম্বর ১৯ ১৬:৫৮:৪৪
কেন্দুয়ায় ৫ম শ্রেণির পরীক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন নেজামুল  

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। এ শ্লোগান হৃদয়ে ধারণ করে কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পূবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্র্বাচিত সভাপতি ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নেজামুল ইসলাম আমিন তার বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ২০ শিক্ষার্থীর হাতে তুলে দেন শিক্ষা সামগ্রী। 

রবিবার তিনি জানান ছাত্র/ছাত্রীদের উৎসাহ দিতেই এ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি, এটি তার ব্যক্তিগত উদ্যোগ। বৃহস্পতিবার শিক্ষার্থীদের বিদায় অনুষ্টানে মিলাদ মাহফিল শেষে পরীক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক জানান, এটি একটি ভাল উদ্যোগ। প্রতেক্ষ বিদ্যালয়ের সভাপতি ও সমাজের বিত্তশালীগণ যদি এ রকম উদ্যোগ গ্রহণ করতেন তাহলে ছাত্র/ছাত্রীরা অনেক উৎসাহ পেত। তিনি এ উদ্যোগের জন্য সভাপতি নেজামুল ইসলাম আমিনকে ধন্যবাদ জানান।

(এসবি/এসপি/নভেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test