E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূলে সার বীজ বিতরণ

২০১৭ নভেম্বর ১৯ ১৭:০০:৫৮
কেন্দুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূলে সার বীজ বিতরণ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সার, বীজ বিতরণ করা হয়েছে। সার, বীজের সঙ্গে দেয়া হয়েছে প্রত্যেককে নগদ ১ হাজার টাকা। কৃষক ও কৃষি পুর্ণবাসন আওতায় ববিবার কৃষকদের হাতে নগদ টাকা বিনামূলে বীজ ও সার তুলে দিয়ে এ কর্মসূচীর উদ্ভোধন করেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদের স্থায়ী কমিটির সদস্য নেত্রকোনা-০৩, আসনের এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। 

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানাসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র জানান, ক্ষতিগ্রস্ত মোজাফরপুর, চিরাং, কান্দিউড়া, নওপাড়া, বলাইশিমুল, আশুজিয়া ও পাইকুড়া ইউনিয়নের ৩ হাজার কৃষক এ কর্মসূচীর আওতায় এসেছে। তারা প্রত্যেকেই ৫ কেজি ব্রি ধান ২৮, ৩০ কেজি সার ও নগদ ১ হাজার টাকা করে পাচ্ছেন।

(এসবি/এসপি/নভেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test