E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় মজুরী স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রংপুর চিনিকল শ্রমিকদের বিক্ষোভ 

২০১৭ নভেম্বর ১৯ ১৭:৫১:০৮
জাতীয় মজুরী স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রংপুর চিনিকল শ্রমিকদের বিক্ষোভ 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ রোববার সকালে জাতীয় মজুরী স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করেছে।

রাষ্ট্রায়াত্ব সেক্টরের চারটি শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে গঠিত সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ ঘোষিত জাতীয় মজুরী স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়।

রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে চিনিকলের প্রধান গেট প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পরিষদ ঘোষিত সর্বনিন্ম ৮,৭৫০টাকা এবং সর্বোচ্চ ১৩,৫০০ টাকা প্রারম্ভিক মজুরী নির্ধারণ করে ১ জুলাই, ২০১৫ খ্রি: তারিখ হতে কার্যকর জাতীয় মজুরী স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, আবুল হোসেন, আব্দুল ওয়াহেদ, আমির উদ্দিন মন্টু, এনামুল হক, শাহ আলম, সুলতান, হৃষিকেশ, রেবেকা বেগম প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল চিনিকল এলাকা প্রদক্ষিণ করে।

(এসআরডি/এসপি/নভেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test