E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা 

২০১৭ নভেম্বর ২০ ১৭:৪৬:১৬
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগের আওতায় এবং বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালয় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। ওয়েভ ভাউন্ডেশন মির্জাগঞ্জ উপজেলার শাখার সমান্বয়ক মোঃ আব্দুস সামাদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা সাব-রেজিষ্ট্রার তমাল আহম্মদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন,ইউএনডিপির পটুয়াখালী জেলা কর্মকর্তা সৈকত মজুমদার সৌরভ, ওয়েভ ভাউন্ডেশন জেলা সমন্বয়ক মোঃ শফিউল আজম প্রমুখ।

কর্মশালয়ে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন,এনজিও প্রতিনিধি, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

জানা যায়, গ্রাম আদালততে গতিশীল,স্থানীয় জনগনের মধ্যে সচেতনতা বাড়ানো এবং তাদের সেবা নিতে চলতি বছরের জুলাই থেকে ওয়েভ ভাউন্ডেশন ও গ্রাম আদালতের কর্মকর্তারা উপজেলার বিভিন্ন গ্রামে ৫১৩টি উঠান বৈঠক করেন, ৩৬টি ভিডিও প্রদর্শন,৫টি ইউনিয়নে শেয়ারিং মিটিং, ৬টি ইউনিয়ন পরিষদের সামনে সচেতনতা বৃদ্ধিমূলক সাইবোর্ড স্থাপন, বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য এজলাস স্থাপন, সকল চেয়ারম্যানদের মধ্যে ফরম বিতরন এবং ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যেদের নিয়ে একাধিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


(ইউজি/এসপি/নভেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test