E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নান্দাইলে মৎস্য সপ্তাহের উদ্বোধন

২০১৪ জুলাই ০২ ১৪:৪৮:৫৮
নান্দাইলে মৎস্য সপ্তাহের উদ্বোধন

নান্দাইল (ময়মনসিংহ)  প্রতিনিধি : ‘অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ময়মনসিংহেরে নান্দাইল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ- ১৪ এর উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য   শোভাযাত্রা , উন্মূক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। ২- ৮ জুলাই পর্যন্ত এ সপ্তাহে বিভিন্ন কার্যক্রম চলবে।

সকালে নান্দাইল উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিধি ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, উপজেলা কৃষি অফিসার আব্দুস ছাত্তার. উপজেলা যুব উন্নয়ন অফিসার ফারুক হোসেন ও মাছ চাষী এমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া।
এর আগে নরসুন্দা নদীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন। আাগামী ৮ জুলাই জাতীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ মাছ চাষীদের পুরষ্কৃত করবেন।
(এপি/এএস/জুলাই ০২, ২০১৪)


পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test