E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাই দূর্গামন্দিরে ৬ দিনব্যাপী কীর্তন উৎসব শেষ ২৩ নভেম্বর

২০১৭ নভেম্বর ২১ ১৫:৩৬:২৩
ধামরাই দূর্গামন্দিরে ৬ দিনব্যাপী কীর্তন উৎসব শেষ ২৩ নভেম্বর

 দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই পৌর এলাকার বড়বাজার সার্বজনীন দূর্গা মন্দির কমিটির আয়োজনে ৬ দিন ব্যাপী নামকীর্ত্তন ও রাধা কৃঞ্চের অষ্ঠকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠান। আগামী ২৩ নভেমবর শেষ হবে এই উৎসবের। গত ১৮ নভেম্বর সকাল থেকে শরু হয় এ ধর্মীয় সংকীর্তন ও লীলা কীর্ত্তন অনুষ্ঠান। প্রতিদিন হাজারো ভক্ত নর-নারী আগমনে পৌর সদরের বড় বাজার মন্দির প্রাঙ্গন উৎসব মুখর হয়ে উঠেছে।

প্রতি বছরের মত এবারো দেশের বিভিন্ন স্থান থেকে সাতটি কীর্ত্তনীয়া দল ও ৩ টি লীলা কীর্তন দল অংশ নিয়েছে এই উৎসবে।

মহাপ্রভুর ভোগ-রাগ ও দুর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্ত-নর নারীদের মাঝে, উৎসবের একয় দিন প্রসাদ বিতরণ করা হয়।

তিনি বলেন, উৎসবের সহযোগি প্রান গোপাল পাল বলেন সপ্তাহ ব্যাপী উৎসবের একয়দিন শত চাল ডাল রান্নার আয়োজন আছে। ৬ দিন ব্যাপী উৎসবে বুধও বৃহস্পতিবার দুদিনের খরচ তার সাথে সুণিল পাল ,বিশ্বনাথ পাল সহ কয়েক জনে মিলে পরিচালনা করছেন বলে জানান।আগত কোনো ভক্ত দর্শনার্থী প্রসাদ না পেয়ে যাবেন না বলে জানান।

ধামরাই পৌর এলাকার বড়বাজার সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি বিশিষ্ঠ মিষ্টি ব্যবসায়ী শ্রী সুনীল পাল বলেছেন এ অনুষ্ঠানে বগুড়ার শিল্পী উত্তম কুমার সাহা,টাংগাইলের শিল্পী স্বপন কুমার দাস ও নওগাঁর শিল্পী শ্রীমতি নন্দিনী সরকারের পরিবেশনায় লীলা কীর্ত্তন অনুষ্ঠান শেষ হবে বুধার সকালে।

বৃহস্পতিবার দুপুরেও ২৩ নভেম্বর ভক্তদের মাঝে প্রসাদ বিতরন, কুঞ্জভঙ্গ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসবের।

(ডিসিপি/এসপি/নভেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test