E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় ক্লিনিকে ১৪ লক্ষ টাকা জরিমানা, দুইজনের কারাদণ্ড

২০১৭ নভেম্বর ২১ ১৯:১৫:৪১
কুষ্টিয়ায় ক্লিনিকে ১৪ লক্ষ টাকা জরিমানা, দুইজনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে ১৪ লক্ষ টাকা জরিমানা ও দুইজন টেকনিশিয়ানকে ১মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

লাইসেন্স না থাকা, শর্তানুযায়ী চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, না থাকা, মেয়াদোত্তীর্ণ জীবন রক্ষাকারী ওষুধ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে ৫টি ক্লিনিকে চৌদ্দ লক্ষ টাকা জরিমানা ও দুইজনকে কারাদন্ড দিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা অবধি নানা অনিয়মের অভিযোগে এ অভিযান চালায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজমের নেতৃত্ব ভ্রাম্যমান আদালত।

কুষ্টিয়ার একতা ডায়াগস্টিক সেন্টার, শাওন ক্লিনিক, নিউ শাওন ডায়াগনষ্টিক সেন্টার ও কুষ্টিয়া অর্থোপেডিক জেনারেল হাসপাতালে এই অভিযান পরিচালিত হয়।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গাউসুল আজম জানান, মানুষ জীবন বাঁচাতে এসব ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন। কিন্তু সবগুলো ক্লিনিক তাদের লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নিজেদের মতো করে ব্যবসা করছেন।

এসব ক্লিনিকগুলিতে পাওয়া অনিয়ম অব্যবস্থাপনা ও দূর্নীতি সম্পূর্ণ ভোক্তা অধিকার পরিপন্থী বলে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে জরিমানাসহ দন্ডাদেশ দেয়া হয়েছে। চলমান এই অভিযান রাত পর্যন্ত চলবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম জানান।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিভিল সার্ভিস অফিসের মেডিকেল অফিসার শারমিন আলী প্রমুখ।

(কেকে/এসপি/নভেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test