E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে মৃত ব্যক্তির নামে কৃষি পুর্নবাসনের বীজ সার উত্তোলনের অভিযোগ

২০১৭ নভেম্বর ২২ ১৫:২০:৫১
মদনে মৃত ব্যক্তির নামে কৃষি পুর্নবাসনের বীজ সার উত্তোলনের অভিযোগ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে রাজতলা গ্রামের  মৃত ব্যাক্তি জানু মিয়ার নামে কৃষি পুর্নবাসন কর্মসূচির বীজ ও সার উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ইউপি মেম্বার নাজমূল হাসান গোলাপ মঙ্গলবার সন্ধ্যায় লিখিত ভাবে এ অভিযোগ পত্রটি  দায়ের করেন। মঙ্গলবার নায়েকপুর ইউনিয়নে ৮শ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের সময় এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ বছর আগে রাজতলা গ্রামের মৃত সামছুউদ্দিনের ছেলে জানু মিয়া ,তালিকার ক্রমিক নং ৫৭৬ , জাতীয় পরিচয় পত্র নং ৭২১৫৬৭৩৬৪৪৩৬৫, কৃষি উপকরণ সহায়তা কার্ড নং ৩৭৯০৭০২১২০৬ নামের ব্যাক্তিটি মৃত্যু বরণ করেন। ভোটার তালিকা থেকে তার নামও কর্তন করা হয়েছে। ফলে কৃষিপুর্নবাসন কর্মসূচিতে তার নাম বাদ দেয়া হয়েছে। বীজ ও সার বিতরণ করার সময় মাস্টার রোলে মৃত জানু মিয়ার নাম কি ভাবে আসল এবং কে তার ছবি মাষ্টার রোলে সংযোগ করল এ বিষয়টি প্রতিবাদ করলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিফাত আমাকে বলেন আপনি কিসের মেম্বার ? আপনি আলুর মেম্বার বলে আমাকে অসম্মান জনক কথা বলেন। কৃষি অফিসারকে বিষয়টি জানালে তিনি কোন সদুত্তর দেয়নি। ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তা ৯০টি নামের তালিকার মধ্যে ১৩টি নাম ফ্লুইট দিয়ে মুছে নিজেই নামের তালিকা সংযোগ করেছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি মেম্বার বলেন, আমি আমার ওয়ার্ডের ৯০ জনের নামের তালিকা চেয়ারম্যানের নিকট জমা দেই। বীজ ও সার বিতরনের সময় ফ্লইট দিয়ে মুছা ১৩ টি নামের মধ্যে ১ জন মৃত ব্যাক্তির নাম রয়েছে এর প্রতিবাদ করলে উক্ত কর্মকর্তা আমার সাথে অসম্মান জনক কথা বার্তা বলেন। আমি নিরুপায় হয়ে অভিযোগ দায়ের করেছি।

ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রুমান জানান, আমি ফ্লুইট দিয়ে কোন নাম মুছিনি এবং মৃত ব্যাক্তির নামও তালিকায় দেয়নি। মৃত ব্যাক্তির নাকে কিভাবে বীজ সার উঠল তা খতিয়ে দেখা হবে।

অভিযুক্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিফাত ফ্লইট দিয়ে নাম মুছার বিষয়টি অস্বীকার করে জানান,আমাকে চেয়ারম্যান- মেম্বারগণ যে ভাবে তালিকা দিয়েছে আমি সেই ভাবেই বীজ-সার বিতরণ করেছি। সঠিক যাচাই বাচাইয়ের দায়িত্ব জন প্রতিনিধিগণের ওপর।

কৃষি কর্মকর্তা গোলাম রাসুল জানান,নামের তালিকা চেয়ারম্যান মেম্বারগণেই করেছেন। সঠিক নির্দেশনা তাই দেওয়া আছে। উপ-সহকারী কর্মকর্তাগণ শুধু মালামাল বিতরণ করবেন। অভিযোগটি সত্য নয়।

(এএমএ/এসপি/নভেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test