E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতিতে কেন্দুয়ায় আনন্দ শোভাযাত্রা

২০১৭ নভেম্বর ২২ ১৮:০০:০০
৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতিতে কেন্দুয়ায় আনন্দ শোভাযাত্রা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো মেমোরী অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্ট্রার-এ অর্ন্তভূক্তির মাধ্যমে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে আগামী ২৫ নভেম্বর সকাল ১০ টায়  বিশাল আনন্দ শোভা যাত্রার মাধ্যমে উদযাপন করবে উপজেলা প্রশাসন। 

এ উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ভূঞা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: বজলুর রহমান, সাবেক কমান্ডার মো: গোলাম জিলানী, প্রগতি পাঠক চক্রের সভাপতি অধ্যাপক রনেন সরকার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া বাজার কমিটির সভাপতি মো: এনামুল হক ভূঞা, পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঞা, পারভীন সিরাজ মহিলা কলেরজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম ভূঞা, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি রাখাল বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির আলম, ঝংকার শিল্পগোষ্ঠীর সভাপতি গীতিকার মো: ফজলুর রহমান ও আব্দুর রাজ্জাক খান পাঠান প্রমুখ।

(এসবি/এসপি/নভেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test