E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে আসিফ নজরুলের বিরুদ্ধে মানহানির মামলা

২০১৭ নভেম্বর ২৩ ১৫:২৪:৪৯
মাদারীপুরে আসিফ নজরুলের বিরুদ্ধে মানহানির মামলা

মাদারীপুর প্রতিনিধি : ড. আসিফ নজরুলের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই মো. ফারুক খান।

দন্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে লস্কর নিয়োগ নিয়ে নৌপরিবহণমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে স্ট্যাটাস দেয়ার অভিযোগে এ মামলা করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, ড. আসিফ নজরুল তার ফেসবুক আইডিতে উল্লেখ করেছেন, ‘চট্টগ্রাম বন্দরের নিয়োগ পরীক্ষায় ৯২ জন উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে ৯০ জন নৌপরিবহণমন্ত্রীর এলাকা মাদারীপুরের বাসিন্দা। অথচ উনি চাইলে ৯২ জনই উনার এলাকার লোক হতে পারতো। ২ জন ভিন্ন এলাকার লোক নিয়োগ দিয়ে উনি সততার যে দৃষ্টান্ত দেখালেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

মাদারীপুর আদালতের আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া বলেন, ‘ড. আসিফ নজরুল তার ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে স্ট্যাটাস দেয়ার অভিযোগ উত্থাপন করে মাদারীপুর জেলা পরিষদের সদস্য মো. ফারুক খান বাদী হয়ে বৃহস্পতিবার মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানী মামলা দায়ের করেছেন (মামলা নং ৪০০/২০১৭)। আদালতের বিজ্ঞ বিচারক মো. জাকির হোসেন মামলাটি আমলে নিয়ে ড. আসিফ নজরুলের বিরুদ্ধে সমন জারি করেছেন।’

(এএসএ/এসপি/নভেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test