E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এসএসসি ফরম পূরনে অতিরিক্ত অর্থ আদায়ে অভিভাবকদের মানববন্ধন

২০১৭ নভেম্বর ২৩ ১৫:৫০:৪৬
এসএসসি ফরম পূরনে অতিরিক্ত অর্থ আদায়ে অভিভাবকদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলার হাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফরম পুরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ অভিভাবকেরা।

বৃহস্পতিবার দুপুরে ভেলার হাট উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করে ভুক্তভোগি অভিভাবকেরা।

জানা যায়, বিদ্যালয় ম্যানেজিং কমিটি না থাকায় সরকারের নিয়ম নীতি উপেক্ষা করে বিদ্যালয়ের শিক্ষকরা এসএসসি ফরম পুরণে তাদের মনমতো পরীক্ষার ফি আদায় করে।পরবর্তীতে অভিভাকরা বিষয়টি বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়ে তারা।এক পর্যায়ে বৃহস্পতিবার অভিভাবকেরা সম্মিলিত হয়ে বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে জানতে গেলে শিক্ষকরা এর সদুত্তর না দিয়ে কৌশলে বিদ্যালয় ত্যাগ করে।বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

সরজমিনে গেলে ওমর ফারুক নামে এক শিক্ষার্থী জানায় গত দুই বছর থেকে সে বিজ্ঞান বিভাগে পড়ালেখা করছে,২০৫০ টাকা দিয়ে ফরম ফিলাপও করে সে।কিন্তু গতকাল বিদ্যালয় থেকে তাকে জানানো হয় তার রেজিষ্ট্রেশন করা হয়েছে মানবিক বিভাগ থেকে এবং তাকে আরও ১৫০০ টাকা প্রদান করতে হবে।এতে সে বিচলিত হয়ে পড়ে।অপরদিকে তার পরিবার সাফ জানিয়ে দিয়েছে আর বাড়তি কোন টাকা প্রদান করতে পারবে না।এতে তার পরীক্ষায় অংশগ্রহন করা অনিশ্চিত হয়ে পড়েছে।

ভুক্তভোগি অভিভাবক মোহাম্মদ আলী জানান, আমার মেয়ের এসএসসি ফরম পুরণে ২৬০০ টাকা নিয়েছে স্কুল কতৃপক্ষ।পরে জানতে পারি সরকার নির্ধারিত ফি অনেক কম।আমি স্কুল কতৃপক্ষের কাছে আমার বাড়তি টাকা ফেরত চাই।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিদ্যালয় থেকে ১১৬ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে।সকলের ফরম ফিলাপ হয়ে গেছে।ফরম ফিলাপে কত টাকা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন,১৭০০-১৮০০ টাকা নেওয়া হয়েছে।তবে বাড়তি টাকা নেওয়ার বিষয়ে কোন সদুত্তর দেননি তিনি।

এব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন,বাড়তি টাকা নেওয়ার কোন সুযোগ নেই।যদি কোন প্রতিষ্ঠান বাড়তি টাকা নিয়ে থাকে তাহলে অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(এফআইআর/এসপি/নভেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test