E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে কর্পোরেট কর ফাঁকি রোধে মানববন্ধন

২০১৭ নভেম্বর ২৩ ১৫:৫৬:৪০
বাগেরহাটে কর্পোরেট কর ফাঁকি রোধে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ট্যাক্স পাওয়ার ক্যাম্পেইনের প্রচার অভিযানের অংশ হিসাবে কর্পোরেট কর ফাঁকি রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট এর সহযোগীতায় ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মুখার্জি রবিন্দ্রনাথ, বাঁধনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, উদায়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামান, আশার আলোর নির্বাহী পরিচালক কামাল হোসেন, ব্রাকের এরিয়া ম্যনেজার মারুফ পারভেজ, ইউপি সদস্য মমতা সেন, বাঁধনের পিসি জয়নাল সরদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য আরো অনেক দেশের মতো বাংলাদেশ সরকারের এখন বড় চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ। সম্প্রতি সময়ে বাংলাদেশে পরোক্ষ কর বৃদ্ধির প্রবণতা এই সমস্যাকে আরো উস্কে দিয়েছে এবং স্বল্প আয়ের মানুষের উপর আর্থিক চাপ বৃদ্ধি পাচ্ছে। অথচ কর ব্যবস্থার দূর্বলতার কারণে বিদেশে বিপুল পরিমাণ অর্থ কৌশলগত উপায়ে পাচার হচ্ছে, যা বন্ধ করতে পারলে অপরিহার্য জনসেবায় সহজগম্যতা ও গুণগতমান নিশ্চিত করা সম্ভব হতো।

(এসএকে/এসপি/নভেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test