E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় তরুণী গণধর্ষণ হত্যাসহ ১১ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

২০১৭ নভেম্বর ২৩ ১৬:০০:৪৩
পাথরঘাটায় তরুণী গণধর্ষণ হত্যাসহ ১১ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা কলেজ ষ্টাফ পুকুর থেকে গণধর্ষনের শিকার তরুনীর লাশের পরিচয় এবং গত ৫বছরে ১১অজ্ঞাত হত্যাকান্ডে দায়ীদের বিচারের দাবীতে পাথরঘাটায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৩ নভেম্বর বেলা ১১টায় পৌরশহরের টার্নিং পয়েন্ট রাসেল স্কয়ারে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা সচেতন নাগরিক সমাজ আয়োজিত ওই সমাবেশে বক্তব্য রাখেন নারীনেত্রী কানিজ ফাতিমা, পৌর কাউন্সিলর রোকনুজ্জামান রুকু,সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মোশারেফ হোসেন সোহরাফ,রফিকুল ইসলাম কাকন,যুবনেতা রাসেল সহ উপস্থিত নাগরিক সমাজের অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে অসংখ্য স্কুল/কলেজের ছাত্র/ছাত্রী অংশগ্রহন করে। সমাবেশে বক্তারা ঘটনার সঙ্গে দায়ী গডফাদারকে চিহ্নত করে অন্যান্য অজ্ঞাত হত্যারহস্যের জট খোলার দাবী জানান। ওইসকল হত্যার সাথে ১০ আগষ্টের এই তরুণী হত্যার মিল রয়েছে বলেও তারা দাবী করেন।

আওয়ামীলীগ নেতা সোহরাফ বলেন,আমি নাম বলতে চাইনা একজন শ্রমিক নেতাকে পাথরঘাটা কলেজের শিক্ষাথীর্দের পক্ষথেকে ফুলদিয়ে বরণ করা হয়েছিল। আমারা গডফাদারদের অর্থের উৎস খুজে দেখার দাবি জানাচ্ছি। পৌরকাউন্সিলর রুকু বলেন,পাথরঘাটার সুন্দর পরিবেশকে অশান্ত করেছে যারা তাদেরকে ধরে রিমান্ডে নিন। ত্রাস সৃস্টিকারী গডফাদারকে ধরে বিচারের সম্মুখিন করারও দাবী জানান ওই বক্তা।

বক্তব্যের একপর্যায়ে মোশারেফ হোসেন সোহরাফ বলেন,আমরা শুনতে পাই টাকা কোনো ব্যাপার না,টাকার বিনিময়ে সন্ত্রাসীরা রক্ষা পাবে বলেও এলাকায় ইতিমধ্যে একটি গুজব ছড়িয়ে পরেছে। মানুষের মুখে মুখে এখন শোনা যায় অর্ধকোটি টাকা দিয়ে হলেও বিষয়টি ধামাচাপা দেয়া হবে। কোথাথেকে আসে এইটাকা তার খবর কেউজানেনা।

মানববন্ধন চলাকালে ডিবিপুলিশভ্যানে আটক ৪ আসামীকে নিয়ে যওয়ার সময় ফাসী-ফাসী-ফাসী চাই,খুনীদের ফাসী চাই ইত্যাদি শ্লোগানে মুখরিত হয় সমাবেশ স্থল। বক্তারা ঘটনার সাথে দায়ীদের অবৈধ অর্থের উৎস খতিয়ে দেখার দাবি জানান আইন-শ্রংখলা রক্ষাকারী বাহিনীর নিকট।

উল্লেখ্য, আজ ২৩ নভেম্বর পাথরঘাটা সিনিয়র জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আটক আসামীদের হাজির করার কথা রয়েছে।

(এটি/এসপি/নভেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test