E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফের ৩ দিনের রিমান্ডে ছাত্রলীগ নেতা দানিয়াল-সাদ্দাম

২০১৭ নভেম্বর ২৩ ১৭:১৯:৫৯
ফের ৩ দিনের রিমান্ডে ছাত্রলীগ নেতা দানিয়াল-সাদ্দাম

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : একদিকে আদালতে হাজির করা হচ্ছে আসামীদের।অপরদিকে নাগরিক সমাজের ব্যানারে চলছে সমাবেশ-মানববন্ধন। ক্ষোভে ফুসে উঠছে পাথরঘাটাবাসী। কেনো এই হত্যা। এত লাশ কোন কোন মায়ের ! কোথায় সেই ১১টি অজ্ঞাত সন্তানের অভিভাবক? খুনীরাকি তবে ধরাছোয়ার বাইরেই থেকে যাচ্ছে।কীহচ্ছে এসব পাথরঘাটায়।সকল অন্ধকার ছিড়ে গণমানুষ যেনো সামনে চলে আসছে।ক’দিন আগেও যেখানে বিষয়টি সরব আলোচনায় আসেনি।এখন চা ষ্টলে চলছে জোড় টেবিল টকিং। চলছে মানববন্ধন-সমাবেশ।চলছে এই অন্যায়-অমানবিকতার প্রতিবাদ।

বরগুনার পাথরঘাটা গত ১০ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা কলেজের পেছনের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় থানায়একটি হত্যা মামলা করা হয়।

তরুণীকে গণধর্ষণ, হত্যা ও হত্যার পর মরদেহ গুমের মামলায় গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রুহি আনান দানিয়াল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টের তৃতীয় দফায় রিমান্ডের শুনানির দিন ধার্য ছিল আজ ২৩ নভেম্বর। ডিবিপুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত আবার দানিয়াল ও সাদ্দামের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।অন্য দু’জন উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক মো. মাহমুদ ও কলেজের নৈশপ্রহরী মো.জাহাঙ্গীর হোসেন ঘটনার দায় স্বীকার করে আগেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ১২ নভেম্বর অন্যদের সঙ্গে রায়হানেরও পাঁচদিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল।আদালত শুনানির দিন ধার্য করেছিলেন রোববার (১৯ নভেম্বর)। ওইদিন দুপুরে তাকে হাজির করা হলে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত।

তিনমাসের তদন্ত শেষে ডিবি পুলিশ প্রথমে চার ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত করে। গত ১১ নভেম্বর রাত থেকে ১২ নভেম্বর দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচজনকেই গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতদের মধ্যে মাহমুদ ও জাহাঙ্গীর হোসেন গত ১২ নভেম্বর বিকেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালতের আদেশে দানিয়াল ও ছোট্টকে গত ১৩ নভেম্বর থেকে শুক্রবার (১৭ নভেম্বর) পর্যন্ত দু’দফায় পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে তাদেরকে আদালতে হাজির করে তৃতীয় দফায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়েছে। পাথরঘাটার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত) মো. হাসিবুল হাসানের আদালত আজ ২৩ নভেম্বর শুনানির দিন ধার্য করেছিলেন। এর আগে পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

২৩ নভেম্বর বৃহস্পতিবার ডিবিপুলিশ দানিয়াল ও সাদ্দামকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের ৭দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক মো.মঞ্জুরুল ইসলামের আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত সূত্রে জানাগেছে।

(এটি/এসপি/নভেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test