E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় আ. লীগ নেতা হত্যা

জবাবে পুলিশের সামনে দিনভর ভাংচুর লুটপাট

২০১৭ নভেম্বর ২৩ ১৭:৪০:১৫
জবাবে পুলিশের সামনে দিনভর ভাংচুর লুটপাট

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলায় অভ্যন্তরিন কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আওয়ামীলীগ নেতা মেহেদি মোল্যা (৪০) বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। আর এ ঘটনার পর প্রতিপক্ষের হামলার ভয়ে এলাকা পুরুষশূণ্য হয়ে পড়ায় গজদূর্বা গ্রামের অন্তত ৩৫টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এলাকাবাসি জানায়, উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের গজদূর্বা গ্রামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বিরেন শিকদার এমপি’র আশিবার্দপূষ্ট সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্যা ও অপর আওয়ামীলীগ নেতা মেহেদি মোল্যা সমর্থিত দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরে গত ২ নভেম্বর সকালে মেহেদি মোল্যা দুই ভাইয়ের মেয়ে জান্নাতুল এবং পপিকে নিয়ে সিংড়া জেএসসি পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। পথে থৈপাড়া এলাকায় পৌঁছলে ধনেশ্বরগাতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুর রাজ্জাক মোল্যা সমর্থিত গ্রুপের ৮ থেকে ১০ জন রামদা, ছ্যানদা সহ বিভিন্ন প্রকার ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত মেহেদিকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌছানোর সাথে সাথে প্রতিপক্ষ আবদুর রাজ্জাক মোল্যা সমর্থিতরা প্রতি হামলার ভয়ে এলাকা ছেড়ে দেওয়ায় মেহেদি মোল্যার সমর্থকরা তাদের বাড়িঘর ভাংচুরের পাশাপাশি দিনভর লুটপাট চালায়। তবে খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলেও লুটপাটে অংশ গ্রহণকারীদের নিবৃত্ত করার কোন চেষ্টা করেনি বলে ক্ষতিগ্রস্থরা অভিযোগ করেছেন।

এ বিষয়ে শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি লুটপাটের বিষয়টি অস্বীকার করেছেন।

(ডিসি/এসপি/নভেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test