E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় এসডিজি অর্জন স্থায়ীকরণ বিষয়ক কর্মশালা

২০১৭ নভেম্বর ২৩ ১৭:৫৯:০৬
মাগুরায় এসডিজি অর্জন স্থায়ীকরণ বিষয়ক কর্মশালা

মাগুরা প্রতিনিধি : জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন স্থায়ীকরণ, বিনিয়গ পরিকল্পনা এবং ব্যক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপি কর্মশালা গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

গর্ভনেন্স ইনোভেশন ইউনিট (বিআইইউ) এবং ইউএনডিপি প্রধানমন্ত্রীর কার্যালয় এর সহযোগিতায় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ অতিকুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিভাগী কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দাকার আজিম আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক প্রমুখ। কর্মশালায় জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রীসহ প্রায় ১০০ জন অংশ নেন।

কর্মশালায় বক্তরা বলেন, সহস্রাদ্ধ উন্নয়ন লক্ষমাত্র (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জল করেছে। এজডিজি মূলত একটি বৈশি^ক উন্নয়ন এজেন্ডা এবং এর বাস্তবায়ন একটি দীর্ঘ মেয়াদী বিষয়। কাজেই যথাযথভাবে এটি অর্জনের জন্য স্থানীয়করণ ও অগ্রাধিকার নির্ধারনের কোন বিকল্প নেই। এ কর্মশালার অন্যতম প্রধান উদ্দেশ্য, মাঠ পর্যায়ে অংশীজনকে এসডিজি অর্জনে সরকারের অগ্রাধিকার বিষয়ে অবহিতকরণ ও স্থানীয় পর্যায়ে করনীয় নির্র্ধারন।

কর্মশালায় জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) অর্জনে ১০ অভীষ্ট(গোল) নির্ধারণ করে মাগুরা জেলার সম্ভবনা নিয়ে গ্রুপ ভিত্তিক আলোচনা করা হয়।

(ডিসি/এসপি/নভেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test