E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বঙ্গবন্ধুর ভাষণ দেয়ায় পুরস্কার পেল আফনান 

২০১৭ নভেম্বর ২৫ ১৭:৪১:৩৪
কেন্দুয়ায় বঙ্গবন্ধুর ভাষণ দেয়ায় পুরস্কার পেল আফনান 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে গত ১৫ আগষ্ঠ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা ১৯ আগষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিকল ভাষণ প্রদান করে গন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চর্তুথ শ্রেণির ছাত্র আফনান ভূঞা নাবিল। তার ভাষণে মুগ্ধ হয়ে সেদিনেই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনিসহ ১ হাজার টাকার বই পুরস্কার হিসাবে প্রদানের ঘোষনা দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: এনামুল হক বাবুল।

শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রা শেষে আফনান ভূঞা নাবিলের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনিসহ পুরস্কারের কয়েকটি বই তুলে দেন নেত্রকোনা-০৩, আসনের এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: সোহান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আল আমিন ভূঞা ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

(এসবি/এসপি/নভেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test