E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নানা আয়োজনে মাদারীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

২০১৪ জুলাই ০২ ১৭:১১:১০
নানা আয়োজনে মাদারীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

মাদারীপুর প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বুধবার মাদারীপুর জেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত সপ্তাহটির উদ্বোধন করেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্।

র‌্যালি শেষে স্থানীয় এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস সালাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ- পরিচালক গোলাম মোস্তফা, সিনিয়র মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী, লাইব্রেরির সাধারণ সম্পাদক শাহজাহান খান প্রমুখ।

উল্লেখ্য, সপ্তাহটি পালন উপলক্ষে ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন, মোবাইল কোর্ট পরিচালনা, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, ভিডিও প্রদর্শণ, মৎস্য চাষ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শণ, মৎস্য আইন বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা, সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার মাদারীপুর লেকে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করবেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।


(এএসএ/এটিআর/জুলাই ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test