E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০১৭ নভেম্বর ২৬ ১৬:২৩:৩২
নাটোরে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি : নাটোরের গাজীপুর বিল এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বগুড়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও তার স্ত্রী সহ একই পরিবারের ৪ জন এবং গাড়ী চালক সহ ৫ জন আহত হয়েছে। এ সময় নিহত হয়েছে তার দুই বছরের শিশু সন্তান ইশা রহমান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রবিবার সকালে নাটোর সদর উপজেলার নাটোর-বনপাড়া মহাসড়কের গাজীপুর বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঝিনাইদহের শৈলকুপা কালিগঞ্জ গ্রামের লুৎফর রহমানের ছেলে ও বগুড়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান (৩৪), আতাউর রহমানের স্ত্রী রেজয়ান আরেফিন (২৬), আতাউর রহমানের ভাই মানিক আহমেদ (২৯) ও তাদের স্বজন ঝিনাইদহের শৈলকুপা কালিগঞ্জ গ্রামের সোহরাব হোসেনের ছেলে সুমন (৩০) এবং প্রাইভেটকার চালক বগুড়ার ডাকুচক গ্রামের আলমগীর হোসেনের ছেলে রবিন হোসেন (২২)।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ শরিফুল ইসলাম ও ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, আহত আতাউর রহমানের খালু ঝিনাইদহের শৈলকুপা কালিগঞ্জ গ্রামের নুর আলীর মৃত্যুর সংবাদ পেয়ে স্বপরিবারে বগুড়া থেকে প্রাইভেট কার যোগে সেখানে যাচ্ছিলেন। পথে নাটোর সদর উপজেলার নাটোর-বনপাড়া মহাসড়কের গাজীপুর বিল এলাকায় পৌঁছালে পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা সকলেই গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশু ইশা রহমানকে মৃত ঘোষণা করেন।

(এডিকে/এসপি/নভেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test