E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বিনামূল্যে তিন হাজার কৃষককে সার বীজ বিতরণ

২০১৭ নভেম্বর ২৭ ১৭:৩৩:৪৬
কেন্দুয়ায় বিনামূল্যে তিন হাজার কৃষককে সার বীজ বিতরণ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : সরকারি কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত বিনামূল্যে সার ও বীজ পেল ৩ হাজার ক্ষতিগ্রস্থ কৃষক।

আগাম বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে ফসল হারা উপজেলার সাতটি ইউনিয়নের ৩ হাজার কৃষকের হাতে তুলে দেয়া হয় বিনামূল্যে সার ও বীজ। এছাড়া প্রত্যেকে কৃষককে দেয়া হবে নগদ ১ হাজার টাকা। সোমবার উপজেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র জানান, সুষ্ঠুভাবে এসব বীজ ও সার পর্যায়ক্রমে ৩ হাজার কৃষকের হাতে তুলে দেয়া হয়েছে এবং কিছু দিনের মধ্যেই নগদ ১ হাজার টাকাও তুলে দেয়া হবে।

(এসবি/এসপি/নভেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test