E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় নাগরিক সংলাপ ও পদযাত্রা অনুষ্ঠিত

২০১৭ নভেম্বর ২৮ ১৫:৫৩:০১
সাতক্ষীরায় নাগরিক সংলাপ ও পদযাত্রা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি পরিচ্ছন্নতা ও শারীরিক সক্ষমতা নিশ্চিতকরণে ‘হেলদি বাংলাদেশ’  এর ‘প্রেরনা’ কর্মসুচি ও  সাতক্ষীরা পৌরসভা এবং পিপিআরসি’র যৌথ  উদ্যোগে নাগরিক সংলাপ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা পৌরসভা চত্বরে এসে শেষ হয়। 

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও হেলদি বাংলাদেশের আহবায়ক ড. হোসেন জিল্লুর রহমান।

প্রধান অতিথি বলেন, ‘ এক পাশে ময়লা আর এক পাশে খাবার খাবো এটা কখনও হেলদি সাতক্ষীরা বা বাংলাদেশ হতে পারে না। বাংলাদেশ উন্নত হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এগিয়ে নিয়ে স্বাস্থ্য সেবার মধ্য দিয়ে দেশকে উন্নতশীল দেশে পরিণত করতে হবে। অনেকে মনে করে প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে না। এটা সম্পুর্ণ মিথ্যা। দেশের বিভিন্ন মফঃস্বল এলাকায় ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে।

অন্যান্য জেলার চেয়ে সাতক্ষীরা জেলা স্বাস্থ্য ও ক্রীড়াঙ্গণে অনেক উন্নত। মাদক নির্মূলে এ জেলা কার্যকরী ভুমিকা রেখেছে। এসময় তিনি আরো বলেন, স্বাস্থ্য সকল সুখের মুল তাই এ বিষয়ে জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নারীদেরকে সকল কাজে সম্পৃক্ত করতে হবে। ‘আমি ফিট তো দেশ ফিট’, নির্মল বায়ু-বাড়ায় আয়ু, অসুখ বিসুখ দোষের নয়- সচেতনতাÍি কথা কয়’।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, শিশু শৈল চিকিৎসক প্রফেসর ডা. তাহমিনা বানু, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেটেটিভ ডা. খায়রুল ইসলাম, প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, বিআইজিডি’র রিসার্চ এ্যাসোসিয়েটস কানেতা জিল্লুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন সজল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. শামীমা পারভীন, এভারেস্ট বিজয়ী এম.এ মুহিত, এ করিম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, এইচ.এফজি’র কমিউনিকেশন স্পেশালিষ্ট তানভীর হোসেন, হেলথ ফিন্যান্স এন্ড গর্ভনেন্স এর ড. কামরুল জাহিদ ও ড. সোহেল রানা প্রমুখ।

সভা শেষে সংবাদ সম্মেলনের বক্তব্য উপস্থাপন করেন ড. হোসেন জিল্লুর রহমান।

(আরকে/এসপি/নভেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test