E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় সড়ক ও জনপথ বিভাগে ২৮৬ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ

২০১৭ নভেম্বর ২৯ ১৭:৪২:৫৯
নওগাঁয় সড়ক ও জনপথ বিভাগে ২৮৬ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় সড়ক ও জনপথ বিভাগ কর্ত্তৃক ২৮৬ কোটি ৮২ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে মোট ৯টি প্যাকেজের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। এসব কাজ শুরুর যাবতীয় প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল হক জানিয়েছেন এই ৯টি প্যাকেজের আওতায় নওগাঁ জেলায় সড়ক সমুহে মাটির কাজ, প্রশস্থকরণ, সার্ফেসিং, সিসি ব্লক, সাইন, সিগনাল, কিলোমিটার পোষ্ট বসানো এবং রোয মার্কিং-এর কাজ সম্পন্ন করার কাজে এই অর্থ ব্যয় করা হবে। সূত্রমতে প্যাকেজসমুহ এবং তার অনুকুলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ হচ্ছে বগুড়া-নওগাঁ-মহাদেবপুর-পত্নীতলা-ধামইরহাট-জয়পুরহাট সড়কের চেইন ৪১+৫৫৭ হ’তে ৪৬+৫৫৭ কিলোমিটার পর্যন্ত মাটিার কাজ, প্রশস্থকরণ, সার্ফেসিং, সিসিব্লক, সাইন, সিগনাল, কিলোমিটার পোষ্ট এবং রোড মার্কিং কাজে মোট ২৫ কোটি ৬৮ লক্ষ ৪০ হাজার টাকা।

বগুড়া-নওগাঁ-মহাদেবপুর-পতœীতলা-ধামইরহাট-জয়পুরহাট সড়কের চেইন ৪৬+৫৫৭ হতে ৫১+৫৫৭ হতে কিলোমিটারে মাটির কাজ, প্রশস্থকরণ, সার্ফেসিং, সাইন,সিগনাল,কিলোমিটার পোষ্ট এবং রোড মার্কিং কাজে মোট ২৭ কোটি ৮০ লাখ ৭ হাজার টাকা। বগুড়া-নওগাঁ-মহাদেবপুর-পতœীতলা-ধামইরহাট-জয়পুরহাট সড়কের চেইন ৫১+৫৫৭ হ’তে ৫৯+০৫৭ কিলোটিমার সড়কে মাটির কাজ, প্রশস্থকরণ, সার্ফেসিং, সাইন, সিগনাল, কিলোমিটার পোষ্ট ও রোড মার্কিং কাজে ৪১ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকা। রাজশাহী-নওহাটা-চৌমাশিয়া সড়কে চেইন ৬১+৪২০ হতে ৬৬+৪২০ কিলোমিটার সড়কে মাটির কাজ, প্রশস্থকরণ, সার্ফেসিং, আরসিসি ইউ ড্রেন, সাইন, সিগনাল, কিলোমিটার পোষ্ট এবং রোড মার্কিং কাজে ২৯ কোটি ২১ লাখ ৫২ হাজার টাকা। রাজশাহী-নওহাটা-চৌমাশিয়া সড়কে চেইন ৫৬+৪২০ হ’তে ৬১+৪২০ কিলোমিটার সড়কে মাটির কাজ, প্রশস্থকরণ, সার্ফেসিং, সাইন, সিগনাল. কিলোমিটার পোষ্ট এবং রোড মার্কি কাজে ২৭ কোটি ২০ লাখ ৩৬ হাজার টাকা। রাজশাহী-নওহাটা-চৌমাশিয়া সড়কে চেইন ৫১+৪২০ হ’তে ৫৬+৪২০ কিলোমিটারে মাটির কাজ, প্রশস্থকরণ, সার্ফেসিং, সাইন, সিগনাল, কিলোমিটার পোষ।ট এবং রোড মার্কিং কাজে ২৭ কোটি ২৮ লাখ ২৩ হাজার টাকা।

রাজশাহী-নওহাটা-চৌমাশিয়া সড়কে চেইন ৪৬+৪২০ হ’তে ৫১+৪২০ কিলোমিটার সড়কে মাটির কাজ, প্রশস্থকরণ, সার্ফেসিং, সাইন, সিগনাল, কিলোমিটার পোষ্ট এবং রোড মার্কিং কাজে ২৬ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা। বিভাগাধীন রাজশাহী-নওহাটা-চৌমাশিয়া সড়কে চেইন ৩৮+৯২০ হতে ৪৬+৪২০ কিলোমিটার সড়কে মাটির কাজ, প্রশস্থকরণ, সার্ফেসিং, সিসি ব্লক, সাইন, সিগনাল, কিলোমিটার পোষ্ট এবং রোড মার্কিং কাজে ৪০ কোটি ৮৬ লাখ ১ হাজার টাকা এবং রাজশাহী-নওহাটা-চৌমাশিয়া সড়কে চেইন ৩১+৪২০ হতে ৩৮+৯২০ কিলোমিটার সড়কে মাটির কাজ, প্রশস্থকরণ, সার্ফেসিং, সিসি ব্লক, সাইন, সিগনাল, কিলোমিটার পোষ্ট এবং রোড মার্কিং কাজে ৪১ কোটি ১৪ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

(বিএম/এসপি/নভেম্বর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test