E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিমলা সরকারী হাসপাতালের দুই ডাক্তার দীর্ঘদিন অনুপস্থিত 

২০১৭ ডিসেম্বর ০২ ১৭:১৮:৪৫
ডিমলা সরকারী হাসপাতালের দুই ডাক্তার দীর্ঘদিন অনুপস্থিত 

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা সরকারী হাসপাতালের দুই চিকিৎসক দীর্ঘদিন থেকে নিজ কর্মস্থলে অনুপস্থিত! শুধু তাই নয় দীর্ঘদিন থেকেই তাদের কোনো হদিস নেই! তারা হলেন-ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইমরান হাসান ও একই উপজেলার নাউতারা ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মামুনুর রশীদ চৌধুরী।এই দুই চিকিৎসক কর্মস্থল থেকে বিনা ছুটিতেই লাপাত্তা রয়েছেন। লাপাত্তার পর হতে তারা এ পর্যন্ত সরকারী কোষাগাড় হতে বেতন ভাতা উত্তোলন করেননি।কর্মস্থলে তাদের অনুপস্থিতির বিষয়টি ধরতে পেরে তাদের বাড়ির ঠিকানায় তিন দফায় পত্র প্রেরণ করে সংশ্লিষ্ট দপ্তর । কিন্তু তারও কোন উত্তর মেলেনি।

অনুসন্ধানে জানা গেছে, ডাঃ মামুনুর রশীদ চৌধুরী (কোড নম্বর ১২৬০১৬) ২০১২ সালের ২৪ জুন ডিমলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মাধ্যমে নাউতারা ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসাবে যোগদান করেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় ওই বছরের ৪ আগষ্ট হতে অনুপস্থিত রয়েছে। সেখানে তিনি মোট চল্লিশ দিন কর্মরত ছিলেন। অপরজন ডাঃ ইমরান হাসান (কোডনম্বর ১২৮৮৪৩) ডিমলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেরমেডিকেল অফিসার হিসাবে যোগদান করেন ২০১৪ সালের ৭ আগষ্ট। এরপর ২০১৫ সালের ১ আগষ্ট হতে বিনা ছুটিতে লাপাত্তা হন। এখানে তিনি প্রায় এক বছর কর্মরত ছিলেন। এই চিকিৎসকের ২০১৭ সালের চলতি ডিসেম্বরের এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও কোন সন্ধ্যান পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্ম্মন বলেন, কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রনায়ের পক্ষে সরেজমিনে তদন্ত করেছেন।


(এমআইএস/এসপি/ডিসেম্বর ০২, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test