E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ 

২০১৭ ডিসেম্বর ০৩ ১৫:৫৩:১১
ঈশ্বরদীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক প্রকল্পের সাইট অফিসের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ঈশ্বরদী শহরের আমবাগান ফেরদৌস কলোনীর আব্দুর রহিমের ছেলে পিলটন, একই এলাকার নুরুল ইসলামের ছেলে ছোটন ওরফে বাদশা, লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের আনারুল ইসলামের ছেলে দাউদ, দাশুড়িয়ার নওদাপাড়ার আঃ হামিদের ছেলে মোঃ শিহাব, শহরের আমবাগানের আবুল কাশেমের ছেলে মোঃ তুষার হোসেন ও শেরশাহ রোডের কাঁঠালতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ সজিব হোসেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন বলেন, ঘটনার ২ দিন পর গত শুক্রবার রাতে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জন এবং শনিবার রাতে বাকি ৩ জনসহ মোট ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, বাকি আসামীদেরও গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

পাবনার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির বলেন, বিষয়টি নিয়ে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে উপজেলার চরসাহাপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট অফিসের সামনের এলাকায় প্রধানমন্ত্রীকে ঈশ্বরদীতে স্বাগত জানিয়ে জনৈক ব্যক্তির পোষ্টার লাগানোর সময় হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করা হয়। এই ভাংচুরের ছবি তুলতে গেলে পাবনার তিন সাংবাদিক ও এক ক্যামেরাম্যানের উপর হামলা চালানো হলে সাংবাদিকরা আহত হয়।

এসময় ক্যামেরা, ল্যাপটপ ভাংচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে নামীয় আসামী এবং অজ্ঞাতনামা আরো ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test