E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিখোঁজের পর গৃহবধূর গলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৪

২০১৭ ডিসেম্বর ০৩ ১৬:৫৮:৩০
নিখোঁজের পর গৃহবধূর গলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজ হওয়ার দেড় মাস পর মাটি খুঁড়ে আলেমা (১৯) নামে এক গৃহবধূর বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গৃহবধুর স্বামী শাহরিয়ার শাওন, শ্বশুর রাশেদ মেনন রুমি, শ্বাশুড়ি সুলতানা রাজিয়া ও চাচা শ্বশুর নাহিদ রেজা রুবেলকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, গত আড়াই মাস পূর্বে উপজেলার নিয়ামতপুর উত্তরবাড়ীর রাশেদ মেনন রুমির পুত্র শাহরিয়ার শাওন (১৯) একই গ্রামের আবুল হোসেনের কন্যা আলেমা (১৯) কে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ঢাকায় অবস্থান করে।

দীর্ঘ ১ মাস ১২দিন ঢাকাতে অবস্থান করার পর শাহরিয়ার শাওন ও আলেমা উভয়ে বাড়িতে ফিরে আসে। এর কয়েক দিন পর হঠাৎ আলেমা নিখোঁজ হয়। আলেমাকে তার পরিবার কোথাও খুঁজে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ উত্তরবাড়ীর উত্তর দিকের গোরস্থানের পাশের একটি পুকুরের পাড় থেকে শনিবার বিকেল ৪টায় মাটি খুঁড়ে পুঁতে রাখা বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।

নিহত গৃহবধূ আলেমার ভাই শরীফ জানান, শাওন দীর্ঘ আড়াই মাস আগে আমার বোন আলেমাকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে ঢাকা গিয়ে বিয়ে করে। এর ১ মাস ১২দিন পর তারা বাড়িতে ফিরে আসে। কয়েকদিন পর ভোরে আমার বোন বাড়ি থেকে নিখোঁজ হয়। আমরা মনে করেছিলাম, শাওনের সঙ্গে সে আবারও চলে গেছে। তাই নিশ্চিন্ত ছিলাম। কিন্তু কয়েকদিন আগে জানতে পারি বোন শাওনের সঙ্গে নেই। তখন আমরা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে কোথাও না পেয়ে থানায় অভিযোগ করি।

এ বিষয়ে থানার অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, অভিযোগের প্রেক্ষিতে দ্রুত অভিযান চালিয়ে নিয়ামতপুর উত্তরবাড়ীর উত্তরদিকে গোরস্থানের পার্শ্বের একটি পুকুর পাড়ে মাটিতে পুঁতে রাখা বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ ময়না তদন্ত ও ডিএনএ টেষ্টের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(বিএম/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test