E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

২০১৭ ডিসেম্বর ০৪ ১৭:১৫:৪৯
দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রামের এক পথচারী ট্রাকের ধাক্কায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পথচারী আঃ রহিম চিকিৎসারত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোববার ভোরে রাতে ইন্তেকাল করেছেন। সোমবার তার গ্রামের বাড়ী শিরবির দুপুর ২.৩০ মিঃ জানাযা শেষে সমাহিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিরবির গ্রামের মৃত গুল হোসেনের পুত্র মোঃ আঃ রহিমকে গত শনিবার সকাল ১১টার সময় নিজ বাইসাইকেলে করে দুর্গাপুর সদর থেকে বাড়ীতে যাওয়ার সময় বিরিশিরি কারিতাস অফিসের দক্ষিন পার্শ্বে পুকুরের কাছে পৌছামাত্র পেছন থেকে আসা বালুবাহী ট্রাক হর্ণ দিলে সাইড দিতে গিয়ে পেছনের দিক থেকে আসা ট্রাকের ধাক্কা লাগে।

এসময় ট্রাকের ধাক্কায় সাইকেল সহ সরু পাকা রাস্তা থেকে আঃ রহিম ছিটকে সাইডে পড়ে যায় কিন্তু ট্রাকটি না থামিয়ে চলে যায়। তার চিৎকার শুনে পথচারীরা দৌড়ে এসে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, বিষয়টি আমি জেনেছি।

এ বিষয়ে কোন মামলা হবে কিনা তা নিহত ব্যক্তির আত্বীয় স্বজনের কাছে মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

এলাকার বেশ কয়েকজন নাম প্রকাশে না করার শর্তে বলেন, বালুর ট্রাকের জন্য এ পাকা চিকন রাস্তাটি উন্মুক্ত করে দেওয়ায় সাধারন মানুষ থেকে শুরু করে স্কুল,কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ভীতি নিয়ে আসা যাওয়া করতে হয়। এর ফলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানান সচেতন মহল। বিষয়টি নিয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছেন এলাকাবাসী।

(এনএস/এসপি/ডিসেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test