E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুধবার কলাপাড়া মুক্ত দিবস

২০১৭ ডিসেম্বর ০৫ ১৯:১৬:৫৫
বুধবার কলাপাড়া মুক্ত দিবস

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী) : আগামীকাল বুধবার (৬ ডিসেম্বর) পটুয়াখালীর কলাপাড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাক হানাদার বাহিনীকে হটিয়ে সাগর পাড়ের কলাপাড়াকে শত্রু মুক্ত করেন দেশ মাতৃকার লড়াইয়ে নিয়োজিত অকুতোভয় মুক্তিযোদ্ধারা এবং কলাপাড়া থানা দখল করে মুক্তিযোদ্ধারা উড়িয়ে দেন স্বাধীন বাংলাদেশের পতাকা।

কলাপাড়া থানা দখলমুক্ত করার নেতৃত্ব দেন সেই সময়কার বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) যোদ্ধা হাবিবুল্লাহ রানা। কলাপাড়া থানা দখলের সময় মুক্তিযোদ্ধাদের গুলিতে রাজাকার আবদুল মন্নান মুন্সী ও মনা নিহত হয়। ৬ ডিসেম্বর সকালে উড়িয়ে দেওয়া হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

কলাপাড়া থানা শত্রুমুক্ত করতে ৫৩ জন মুক্তিযোদ্ধার মধ্যে কলাপাড়ার আটজন অংশগ্রহন করেন। এরা হলেন বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) যোদ্ধা হাবিবুল্লাহ রানা, মো.রেজাউল করিম বিশ্বাস, এস এম নাজমুল হুদা সালেক, মো.শাহআলম তালুকদার, সাজ্জাদুল ইসলাম বিশ্বাস, আরিফুর রহমান মুকুল খান, পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে আসা সিপাহী আহমদ আলী ও সিপাহী আশরাফ আলী।

ওই রাতের কথা বলতে গিয়ে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বদিউর রহমান বন্টিন বলেন, আমাদের পরিকল্পনায় একটু ব্যাঘাত ঘটে। তথ্যের কিছু ভুলের কারনে ২০ গজের ব্যাবধানে রাজাকারদের সঙ্গে হঠাৎ আমাদের মুখোমুখী দেখা হয়ে যায় এবং তখনই যুদ্ধ শুরু হয়ে যায়। কিছু সময় পর যুদ্ধ শুরু হলে পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ পরিচালিত হতো।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বদিউর রহমান বন্টিন জানান, লক্ষ প্রানের আত্মাহুতি, অগনিত মা-বোনের ইজ্জত ও নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের ফসল আজকের এই স্বাধীন বাংলাদেশ। কলাপাড়া মুক্ত দিবসটি পালনের লক্ষে আজ ৬ ডিসেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সকাল ৮ টায় জাতীয় ও সংসদ পতাকা উত্তোলন ,বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও শহীদ মুক্তিযোদ্ধাসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

(এমকেআর/এসপি/ডিসেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test