E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় মিথ্যা মামলায় শিক্ষক হয়রানির অভিযোগ

২০১৭ ডিসেম্বর ০৬ ১৩:২০:৪২
পাথরঘাটায় মিথ্যা মামলায় শিক্ষক হয়রানির অভিযোগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় শিক্ষক মো.জাকির হোসেন খানকে মঠবাড়িয়ার স্বর্নব্যবসায়ী সঞ্জীব কর্মকার দীর্ঘদিন ধরে  মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

পাথরঘাটা কে.এম.মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও (মঠবাড়িয়া উপজেলার সাবেক শ্রেষ্ঠ শিক্ষক) জাকির খান জানান,মঠবাড়িয়ার স্বর্ন ব্যবসায়ী সঞ্জীব কর্মকার ১৯ বছর পূর্বের ১টি চেকের পাতায় ভূয়া স্বাক্ষর দিয়ে ৩ লাখ ৮০হাজার টাকার মামলা রুজু করেন।

এই ঘটনায় ব্যাংকের ম্যানেজার মো. ফুয়াদ শেখ সঞ্জীবের নিকট থেকে মোটা অংকের ঘুষ গ্রহণ করেছেন বলেও শিক্ষক জাকির এ প্রতিনিধিকে জানান।

তথ্যানুঅনুসন্ধানে দেখা গেছে, মঠবাড়িয়ার আপন জুয়েলার্সের মালিক সঞ্জীব কর্মকার জাকির খান ছাড়াও অর্ধশত শিক্ষককে জাল-জালিয়াতির মামলায় জড়িয়ে একইভাবে হয়রানী করে আসছেন। তার বিরুদ্ধে চোরাচালান, প্রতারনা, হয়রানীসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে বলেও জানাগেছে।সঞ্জীব কর্মকার পিরোজপুর জেল হাজত থেকে কিছুদিন আগে জামিন পেয়েছেন বলে জানাগেছে।জেলথেকে মুক্তহয়ে তিনি শিশুপাচার, চোরাকারবারী, জালিয়াতী সহ নানা ধরনের মামলায় জড়িয়ে ৫০/৬০ জন শিক্ষককে নিঃস্ব করে দিয়েছেন বলেও লিখিত অভিযোগ থেকে জানাগেছে।

পাথরঘাটার বাইনচটকী ফেরীঘাট সংলগ্ন অসহায় আঃ খালেক মুন্সীর ২৫ লাখ টাকার জমি মাত্র ১৫ হাজার টাকায় হাতিয়ে নিয়েছেন বলেও জানাগেছে। তার এইসকল হয়রানীর বিরুদ্ধে এবং বিচার দাবিতে মঠবাড়িয়া পৌরশহরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই মানববন্ধনে ১১টি ইউনিয়ন থেকে শত শত মানুষ অংশগ্রহন করে সঞ্জীবের বিচার দাবী করে বক্তব্য রাখেন পরিতোষ বেপারী, গোপাল রায়, ইকতিয়ার হোসেন পান্না, মন্টু কর্মকার, দেবাষীশ কর্মকার ও সুভাষ রায় সহ অন্যান্য প্রতিবাদকারী ব্যক্তিগণ।



(এটি/এসপি/ ডিসেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test