E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রংপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই’ 

২০১৭ ডিসেম্বর ০৭ ১৫:৩৬:০৫
‘রংপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই’ 

রংপুর প্রতিনিধি : রংপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রস্তুত।’

বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত নির্বাচনপূর্বক আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে সকাল ১১টায় বৈঠকটি শুরু হয়। চলে বেলা একটা পর্যন্ত।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন থেকেই বিএনপি মনোনীত প্রার্থী কাওসার জামান বাবলা, সুষ্ঠু নির্বাচন হবে না অভিযোগ করে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান।

সিইসি বলেন, ‘নির্বাচনে সব প্রার্থীই সমান সুযোগ সুবিধা পাবেন। কাউকে রাজনৈতিকভাবে হয়রারি করা হবে না। এরই মধ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসি টিভি স্থাপন করা ছাড়াও অবৈধ অস্ত্র ও কালো টাকার বিষয়ে কমিশন ব্যবস্থা নেবে বলেও জানান নূরুল হুদা।

সিইসি বলেন, আমরা আশা করছি, অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৈঠকে রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, রংপুর অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, রংপুর জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test