E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলা বন্দরে খাদ্যবাহী জাহাজে পণ্য খালাস বন্ধ

২০১৭ ডিসেম্বর ০৯ ১৭:২৩:০৯
মোংলা বন্দরে খাদ্যবাহী জাহাজে পণ্য খালাস বন্ধ

শেখ আহসানুল করিম, বাগেরহাট : বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল হয়ে ওঠায় মোংলা বন্দরসহ উপকূলীয় এলাকা জুড়ে দুযোর্গপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। বৈরী আবহাওয়া কারনে শুক্রবার দিবাগত রাত থেকে মোংলা বন্দরে ৮টি খাদ্যবাহী (চাল ও গম) জাহাজের পণ্য ওঠা-নামার কাজ বন্ধ সম্পূর্ণ বন্ধ রয়েছে। 

একই সাথে বন্দরে অবস্থানরত ১৬টি বিদেশী জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে বলে নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান। বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা দুযোর্গপূর্ণ আবহাওয়ায় টিকতে না পেরে ইতিমধ্যে কয়েক শত ফিশিং ট্রলার নিয়ে সুন্দরবনের দুবলারচরসহ বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে।

শনিবারও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে গুড়িগুড়ি ও মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে তবে বৃষ্টির কারণে শনিবার সকালে মোংলা জাহাজগুলোতে কোন গ্যাং (শ্রমিক-কর্মচারী) পাঠাতে না পারায় পণ্য বোঝাই-খালাস কাজ হচ্ছে না বলে জানিয়েছে হারবার বিভাগ।

যে সব জাহাজে গ্যাং বুকিং রয়েছে তারা বাধ্য হয়ে বৃষ্টি বন্ধের সুযোগ নিয়ে কাজ করছে। মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া ও হাড়বাড়িয়াসহ পশুর চ্যানেলে শনিবার ২৪টি বিদেশী জাহাজের অবস্থান রয়েছে। আকাশে ঘন কুয়াশা ও মেঘলা থাকায় শনিবারও দিনভর সূর্য্যরে মুখ দেখা যায়নি।

মোংলা বন্দর ব্যবহারকারী মেসার্স নুরু এন্ড সন্সের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম দুলাল জানান, বৈরী আবহাওয়ায় কারনে বন্দর আউটার এ্যংকরেজে অবস্থানরত জাহাজে পণ্য বোঝাই-খালাসের কাজ করা সম্ভব হয় না। কারণ বৃষ্টিতে ভিজে পণ্যে ওজন বৃদ্ধি পাবার পাশাপাশি পণ্যের গুনগত মান নষ্ট হয়। জাহাজের ভিতরে পানি জমে ড্রাফট বেড়ে যাওয়াসহ নানা ক্ষয়ক্ষতি এবং দুর্ঘটনার আশংকায় কাজ বন্ধ রাখতে হচ্ছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় বৈরী আবহাওয়ায় টিকতে না পেরে মাছ ধরতে যাওয়া জেলেরা শনিবার বিকাল পযর্ন্ত কয়েক শত ফিশিং ট্রলার নিয়ে সুন্দরবনের দুবলারচরসহ বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে।

(এসএকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test