E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

তিন মামলায় জামিন পেয়েছে আপন জুয়েলার্সের মালিক

২০১৭ ডিসেম্বর ১৪ ১৮:৪২:২২
তিন মামলায় জামিন পেয়েছে আপন জুয়েলার্সের মালিক

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন থানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের করা তিন মামলায় আপন জুয়েলার্সের দিলদার আহমেদ সেলিম, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আরও দুই মামলায় আগামী ২৬ জানুয়ারি আদেশের জন্য দিন নির্ধারণ করেছে আদালত। এ দুই মামলায় জামিন না হওয়ায় আপাতত তারা মুক্তি পাচ্ছেন না।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

গত বুধবার জামিনসংক্রান্ত রুলের শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন ঠিক দেয় আদালত। সে অনুযায়ী আজ তিন মামলায় এই আদেশ দেন আদালত। বাকি দুই মামলা (স্ট্যান্ড ওভার) স্থিতিবস্থা রাখা হয়েছে।

গত ২২ নভেম্বর আপন জুয়েলার্সের মালিকদের কেন জামিন দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণীকে নিয়ে ধর্ষণ করে আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদ। পরে ওই দুই তরুণী সাফাতসহ তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা করেন। ধর্ষণের এ মামলা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরপরই আপন জুয়েলার্সের অবৈধ লেনদেন এর খোঁজে তদন্তে নামে শুল্ক গোয়েন্দা। আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুম থেকে ১৫ দশমিক তিন মণ সোনা এবং সাত হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার জব্দ করে শুল্ক গোয়েন্দা। এ বিষয়ে অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করা হয়।

(ওএস/অ/ডিসেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test