E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোমরা বন্দরে ভারতীয় ট্রাক উল্টে নিহত ১

২০১৭ ডিসেম্বর ২০ ১৩:২৮:২৬
ভোমরা বন্দরে ভারতীয় ট্রাক উল্টে নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ভোমরাস্থল বন্দরে মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে আমদানিকৃত পাথর বোঝাই একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে চায়ের দোকানে উল্টে একজন নিহত ও চারজন আহত হয়েছে। আশঙ্কজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত পাথর ব্যবসায়ির নাম উজ্জল সরকার (২৩)। তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার সরন গ্রামের অনাথ বন্ধু সরকারের ছেলে।

আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের মোকছেদ আলীর ছেলে পাথর ব্যবসায়ি আলম হোসেন (৩২) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার সরন গ্রামের সুশঙ্কর সরকারের ছেলে রবিশঙ্কর সরকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে বস্তাপাথর বোঝাই ৬৫ টনের একটি ১০ চাকার ট্রাক যার নং ডই-৭৩অ-৬২০৩ আনলোড করার জন্য ভোমরা বন্দর থেকে বাঁশকল নামকস্থানের দিকে আসছিল। পথিমধ্যে আব্দুর সবুর ও রউফের পাকিং জোনের সামনে অবস্থিত জাহাঙ্গিরের চায়ের দোকানে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে। এ সময় চায়ের দোকানের বারান্দায় অবস্থিত লোকজন ট্রাকের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলে একজন নিহত ও চারজন আহত হয়। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে তারা জানান।

ভোমরা বন্দরের ইমিগ্রেশন অফিসার জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/ডিসেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test