E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় দুই ভাইকে মারধর করায় আদালতে চারজনের বিরুদ্ধে মামলা

২০১৭ ডিসেম্বর ২০ ১৩:৩০:৪০
গলাচিপায় দুই ভাইকে মারধর করায় আদালতে চারজনের বিরুদ্ধে মামলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নে জমিজমার জের ধরে দুজনকে মারধর করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় গলাচিপায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আহতরা হলেন রতনদী ইটবাড়িয়া গ্রামের মুনসুর আলী মৃধা বাড়ির মো: আঃ বারেক মৃধার দুই ছেলে মিজানুর রহমান মৃধা ও ইয়াকুব মিয়া। প্রতিপক্ষরা হলেন একই গ্রামের শহীদ মৃধা, ফিরোজ মৃধা আজিজ, লাইলী বেগম, নার্গিস বেগম, রেহেনা বেগম।

মামলা সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর শুক্রবার সকাল আনুমানিক ৯ টার দিকে নিজ বাড়ির সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামীরা চড়াও হয়ে এলোপাথারিভাবে মিজানুর ও ইয়াকুবকে মারতে থাকে। মিজানুর ও ইয়াকুবের ডাক চিৎকারে এলাকাবাী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আহতদেরকে গলাচিপা হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্মরত ডাক্তার এস.এম সালাহউদ্দিন মাহমুদ প্রতিবেদককে জানান, রোগীরা আমার চিকিৎসাধীনে গলাচিপা হাসপাতালের তৃতীয় তলার ৯ ও ১০ নং বেডে আছে। ইয়াকুবের অবস্থা আশংকাজনক দেখে তাকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে রেফার্ড করেন।

ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মোহন মাঝি জানান, এ ব্যাপারে ইউনিয়ন পরিষদে একাধিক বার ডাকা হলেও প্রতিপক্ষরা আসে নি। আঃ বারেক মৃধা বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর গলাচিপা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি আর মামলা করে যার নং- ৯৭৫/১৭। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানাকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

(এসডি/এসপি/ডিসেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test