E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানুষের মুখ মন্ডলের অবয়বে ছাগল ছানা প্রসব

২০১৭ ডিসেম্বর ২০ ১৬:৫২:৪৭
মানুষের মুখ মন্ডলের অবয়বে ছাগল ছানা প্রসব

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শালিহর গ্রামের মুন্সীর চক মহল্লায় ওমর আলীর বাড়ীতে মঙ্গলবার (১৯ডিসেম্বর) রাত ৭টার দিকে তাঁর একটি ছাগল মানুষের মুখ মন্ডলের অবয়বে একটি ছাগল ছানা প্রসব করে। 

ছানাটি বুধবার (২০ ডিসেম্বর) ভোরে মারা যায়। প্রসবের পর থেকে ছাগল ও ছানাটিকে দেখতে উৎসুক স্থানীয় লোকজন ওই বাড়ীতে ভীড় করতে থাকে। সরজমিনে দেখা যায়, ওই ছাগল ছানার শরীরের অন্যান্য অংশ ঠিক ছাগলের মত হলেও মুখমন্ডল মানুষের মুখের আকৃতির মত দেখতে। এদিকে স্থানীয় মানুষ এটিকে অলৌকিক ঘটনা বলে ভাবতে শুরু করেছে।

ছাগলের মালিক ওমর আলী জানান, যে ছাগলটির বাচ্চা প্রসব করেছে সেটির বয়স দুই বছর। এটি তার দ্বিতীয়বার ছানা প্রসব। প্রসবের পর থেকেই ছাগল ছানাটি স্বাভাবিকভাবে দুধ পান করছিল কিন্তু পরদিন ভোরে ছানাটি মারা যায়।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ সরকার বলেন, ইম্মেচুর অবস্থায় সব প্রাণীর বাচ্চা দেখতে একই রকম থাকে। এই বাচ্চাটি ইমমেচুর অবস্থায় জন্ম নেয়ায় হয়তো দেখতে এমন হয়েছে।

(এসআইএম/এসপি/ডিসেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test