E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপিত

২০১৭ ডিসেম্বর ২০ ১৭:৩১:১৮
চাটমোহরে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে গতকাল বুধবার উদযাপিত হলো চাটমোহর হানাদার মুক্ত দিবস।

চাটমোহর হানাদার মুক্ত দিবস পালন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বর্নাঢ্য র‌্যালী, কোরআনখানি, বিশেষ দোয়া মাহফিল, আলোচনা সভা, বিচিত্রানুষ্ঠান, ম্যাজিক শো ও গানের অনুষ্ঠান। এছাড়া ছিলো দিনব্যাপী মুক্তিযুদ্ধের দুর্লভ চিত্র প্রদর্শনী।

সকালে একটি বর্নাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ময়েজের সভাপতিত্বে ও উপজেলা কমান্ডার এস এম মোজাহারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত অলোচনা সভায় বক্তব্য দেন, ডেপুটি কমান্ডার মোঃ গোলজার হোসেন, মুক্তিযোদ্ধা আজাহার আলী সরকার, মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ, মুক্তিযোদ্ধা রওশন আলম, মুক্তিযোদ্ধা আবুল হাশেম, মুক্তিযোদ্ধা মজনুর রহমান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আজিরুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ প্রমূখ। বক্তার বলেন, আগামীতে এমপি, চেয়ারম্যান, মেয়র হওয়া যাবে, কিস্তু কেউ মুক্তিযোদ্ধা হতে পারবে না। তাই মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ছিলো দিনব্যাপী মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী। বহু দর্শনার্থী তা পরিদর্শন করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সারাদেশে বিজয় উৎসব পালন হলেও পাবনার প্রাচীন জনপদ হিসেবে পরিচিত চাটমোহরে তখনও হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। অবশেষে বিজয় দিবসের চারদিন পর ২০ ডিসেম্বর হানাদার মুক্ত হয় চাটমোহর।

(এসএইচএম/এসপি/ডিসেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test